বাংলা টেলিভিশনে আসরানি
RBN Web Desk: এই প্রথমবার বাংলা টেলিভিশনের একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে উপস্থিত থাকবেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা আসরানি। ১১ অক্টোবর থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এক নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। অভিনেতা যীশু সেনগুপ্তর সঞ্চালনায় এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য ও অঙ্কুশ হাজরা।
থিমভিত্তিক এই কমেডি শোয়ের নতুন এপিসোডের থিম মিশর। আর সেখানেই বিশেষ অতিথির ভূমিকায় উপস্থিত হবেন আসরানি। চ্যানেলের তরফ থেকে প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে একটি সারকোফেগাসের (মমির কফিন) ভেতর থেকে বেরিয়ে আসছেন আসরানি। এই প্রথম বাংলা টেলিভিশনে উপস্থিত হয়ে অভিনেতা জানালেন, “বাঙালি শিল্পীদের মতো প্রতিভা পৃথিবীর কোথাও নেই।”
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। আজও জনপ্রিয় ‘শোলে’ সিনেমায় তাঁর অভিনীত জেলর চরিত্র এবং সেই চরিত্রের সংলাপ। কমেডিয়ান হিসেবে অভিনয় ছাড়াও তিনি পরিচালনা করেছেন ছ’টি চলচ্চিত্র।
২১ ও ২২ নভেম্বর রাত ৯.৩০টা থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।