নতুন ছবি দিয়ে সত্যজিতের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি
RBN Web Desk: সপরিবারে দার্জিলিং বেড়াতে গেছেন রায়বাহাদুর ইন্দ্রনাথ রায়। ছোট মেয়ে মনীষার জন্য ব্যানার্জীর মতো কৃতি পাত্রকেও তিনি সেখানেই নির্বাচন করে ফেললেন। যদিও মনীষা তার বাবার পছন্দের পাত্রকে মন থেকে মেনে নিতে পারেনি। নিজের সঙ্গে অনেক লড়াই করে অবশেষে শাসনের জাল কেটে সে বেরিয়ে এসেছিল । ১৯৬২ সালে মুক্তি পায় পরবর্তীকালে কাল্ট হয়ে যাওয়া ছবি ‘কাঞ্চনজঙ্ঘা’। সত্যজিৎ রায়ের পরিচালনায় ভারতীয় ছবির ক্ষেত্রে এটিই ছিল প্রথম রিয়েল টাইম সিনেমা। সত্যজিতের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে এবার আসছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’।
রাজর্ষি দে পরিচালিত এই ছবিতে উদযাপিত হবে বাঙালিয়ানা, নস্ট্যালজিয়া, ক্রিস্টমাস, দার্জিলিং এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘা। ছবিতে একটি বিশেষ ভূমিকায় থাকবেন মুম্বইয়ের অভিনেত্রী রিচা শর্মা। এছাড়াও ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র মাধ্যমে বাংলা ছবির জগতে পা রাখতে চলেছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়, যিনি সম্পর্কে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বোন। দেবশ্রী ছাড়াও এই ছবির বিভিন্ন ভূমিকায় থাকছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, পদ্মনাভি দাসগুপ্ত, রূপঙ্কর বাগচী, বিদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা পাল, দেবলীনা কুমার, সোহিনী গুহ রায়, অসীম রায়চৌধুরী, রনিতা দাস ও অনিন্দ্য চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবির চিত্রনাট্য ও সংল্যাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে থাকবেন আশু চক্রবর্তী। ছবিতে গান গাইবেন অনুপম রায়, উজ্জয়িনী মুখোপাধ্যায় ও জয়তী চক্রবর্তী।
২০২১-এর মাঝামাঝি মুক্তি পাবে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’।