সুরের স্মরণিকায় দেবজ্যোতির সৌমিত্র স্মরণ

RBN Web Desk: দুজনের প্রথম আলাপ সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেক টেম্পল রোডের বাড়িতে। সৌমিত্রপুত্র সৌগত চট্টোপাধ্যায়ের সূত্রেই সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্রর সেই বাড়িতে যাতায়াত শুরু। এরপর একের পর ছবি, নাটক ও অন্যান্য মাধ্যমে একসঙ্গে কাজ করেছেন সৌমিত্র ও দেবজ্যোতি। সম্প্রতি কলকাতায় এক সৌমিত্র স্মরণ সন্ধ্যায় প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে সুরের কোলাজ পরিবেশন করলেন দেবজ্যোতি সহ রূপঙ্কর বাগচী, দুর্নিবার সাহা, ইমন চক্রবর্তীরা।

একদিকে অপুর ফেলে আসা স্মৃতিবিজড়িত সংসার থেকে শুরু করে ফেলুদা থিম, আবার অন্যদিকে রবীন্দ্রসঙ্গীতে ‘বিধির বাঁধন’, সলিল চৌধুরীর ‘ও আলোর পথযাত্রী’, সুধীন দাশগুপ্তের ‘জীবনে কি পাবোনা’, হেমন্ত মুখোপাধ্যায়ের ‘ও আকাশ সোনা সোনা’ হয়ে সুরের সফর এসে মিলিত হয় ‘পাতালঘর’, ‘ময়ূরাক্ষী’তে। দেবজ্যোতি বলেন, “সৌমিত্রবাবুর সারাজীবনের কাজকে সুরের পথ ধরে এক সন্ধ্যায় পরিবেশন করা খুব একটা সহজ কাজ ছিল না। আমরা চেষ্টা করেছি ওঁর সাঙ্গীতিক সফরকে গান ও সুরের মাধ্যমে তুলে ধরতে। সেখানে অপুর থিম থেকে ‘পাতালঘর’, ‘ময়ূরাক্ষী’র থিমে গলা মিলিয়েছেন সব শিল্পীরা। তাঁর স্মরণে চেম্বার অর্কেস্ট্রা সহযোগে এক অন্যরকম সাউন্ডস্কেপ পরিবেশন করলাম।”

আরও পড়ুন: জটায়ুর সাহস

দেবজ্যোতির কথায় সৌমিত্রর সঙ্গীত বিষয়ক জ্ঞানের পরিমন্ডল ছিল ব্যাপ্ত। একইসঙ্গে বাখ, বেটোফেন, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের পাশাপাশি আধুনিক গানের প্রতিও একইরকম আগ্রহ ছিল তাঁর। ‘রাজা লিয়র’ নাটকের সঙ্গীত শুনে দেবজ্যোতির ভূয়সী প্রশংসা করেন সৌমিত্র। পরবর্তীকালে অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’ ছবিতে সৌমিত্রর নিজের কণ্ঠে একটা গান রেকর্ড করার কথা দেবজ্যোতিকে বলেন পরিচালক। সেই কথা মতো কাজ শুরু করতে গিয়ে শুরুর দিকে সৌমিত্রর সম্মতি না মিললেও পরে তিনি গানটা যথেষ্ট কম সময়ের মধ্যেই রেকর্ড করেন। সৌমিত্র সম্পর্কে এমন অনেক জানা অজানা কথা উঠে এল দেবজ্যোতির স্মৃতির সারণী বেয়ে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *