করোনায় আক্রান্ত সৌমিত্র
RBN Web Desk: করোনায় আক্রান্ত হলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় আজ সকালেই তাঁর কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজ়িটিভ আসে। এই মুহুর্তে তাঁকে ভর্তি করা হয়েছে মধ্য কলকাতার এক বেসরকারী হাসপাতালে।
তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে তাঁরা নিজেরা পরীক্ষা করে তবেই সরকারীভাবে জানাবেন।
নানারকম শারীরিক জটিলতাকে উপেক্ষা করে সম্প্রতি শুটিং শুরু করেছিলেন সৌমিত্র। এর আগেও বহুবার শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁকে হাসপাতলে ভর্তি হতে হয়েছিল।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ইতিমধ্যেই একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক কোভিডে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই অভিনেতা সোহম চক্রবর্তীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরিচালক রাজ চক্রবর্তীও একইভাবে আক্রান্ত হয়েছিলেন। করোনা হানা দিয়েছিল রঞ্জিত মল্লিকের পরিবারেও। তবে তারা এখন সকলেই করোনাজয়ী।
ছবি: গার্গী মজুমদার