মুক্তি পেল ‘তিলোত্তমা’র টিজ়ার
RBN Web Desk: মুক্তি পেল ‘তিলোত্তমা’ (Tilottoma) ছবির টিজ়ার। এ শহরের আশা-ভরসার গল্প এবং এক নিঃস্বার্থ ভালোবাসার কাহিনি নিয়ে সৌম্যজিৎ আদক (Soumojit Adak) পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পরান বন্দোপাধ্যায় (Paran Bandyopadhyay), তৃণা সাহা (Trina Saha), নীল ভট্টাচার্য (Neel Bhattacharya), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee), রাই দাস, রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাশগুপ্ত, পূজা সরকার, রূপদিপ্তা মুখোপাধ্যায়, আকর্ষিণী শেঠ। গতকাল কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় ছবির টিজ়ার প্রকাশে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
ছবিতে পরানবাবুকে দেখা যাবে তিলোত্তমা নামের এক অনাথ আশ্রমের পরিচালকের ভূমিকায়। অনাথ শিশুদের আশ্রয়দানের পাশাপাশি শিক্ষা দেওয়ার মহৎ কাজটিও করে থাকেন তিনি। এক সিঙ্গল মাদারের ভূমিকায় থাকবেন তৃণা। এক সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন নীল। তবে এ ছবিতে নীল এবং তৃণার চরিত্রের মধ্যে কোনও সম্পর্ক থাকছে না। একসঙ্গে পর্দায় দেখাও যাবে না তাঁদের। এছাড়াও ঋতব্রত থাকছেন এক অ্যাকাউন্টান্টের চরিত্রে। তাঁর লিভ-ইন পার্টনার হিসেবে থাকছেন রাই। তাঁর চরিত্র এক কস্টিউম স্টাইলিস্টের।
আরও পড়ুন: রণবীরকেই চান যুবরাজ
এই সমস্ত চরিত্রের জীবনের নানা টানাপোড়েন এবং তার সঙ্গে তিলোত্তমা অনাথ আশ্রমের সম্পর্ক নিয়েই এগোবে ছবির গল্প।
ছবিটি মার্চে মুক্তি পাবে।