স্বপ্নপূরণের ইচ্ছা ও তার অন্তরায়, কাল থেকে ‘সাগরজ্যোতি’

কলকাতা: এ শহর ও তার আশেপাশে বস্তি ভেঙে মাল্টিস্টোরিড বিল্ডিং কিংবা শপিং মল হওয়ার ইতিহাস অনেকেরই জানা। বুলডোজ়ারের তলায় বস্তিতে থাকা মানুষগুলোর মাথার ছাদ ভেঙে গুঁড়িয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে গুঁড়িয়ে যায় তাদের স্বপ্নগুলোও। এইরকমই একটি বস্তিতে বাবা, মা আর বোনের সঙ্গে থাকে জ্যোতি। দিন আনা দিন খাওয়া এই পরিবারে লোকের বাড়ি কাজ করে জ্যোতির মা আর তার বাবা ছোট্ট একটা ‘ফাইভস্টার’ গুমটি চালিয়েই দুই মেয়ের পড়াশোনার সাধপূরণ করেন‌। বস্তিতে বড় হওয়া জ্যোতি স্বপ্ন দেখে একদিন ওই বস্তিতেই সে গড়ে তুলবে ‘ফাইভস্টার’ হোটেল।

অন্যদিকে সেন পরিবারে ইন্দ্রনাথ এবং শিবনাথ দুই ভাই। নীলিমা এবং সর্বানী বাড়ির দুই বউ। ইন্দ্রনাথ ও নীলিমার ছেলে সাগর অত্যন্ত মেধাবী ছাত্র, পড়াশোনা শেষ করে সবেমাত্র বিদেশ থেকে ফিরে পারিবারিক ব্যবসার হাল ধরেছে । বাড়ির সকলের ভীষণ আদরের একমাত্র মেয়ে ঊর্মি। দাদা সাগরকে খুব ভালোবাসলেও আসলে সে মায়ের মতোই হতে চায়। ঊর্মির একটাই সমস্যা, সর্বক্ষেত্রেই সে নিজেকে সেরা মনে করে। তাই একই কলেজে পড়া জ্যোতির সঙ্গে তার টক্কর লেগেই থাকে। আর আছেন সেন পরিবারের গৃহকর্ত্রী এবং তার মেয়ে অর্থাৎ নীলিমার ননদ উমা, ননদাই সপ্তর্ষি, শিবনাথ এবং সর্বানীর দুই ছেলে দীপ, জয় এবং জয়ের স্ত্রী পামেলা।

আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র

ইন্দ্রনাথ ও শিবনাথের মা গৃহকর্ত্রী হলেও নীলিমার অমতে বাড়ির ধুলোও সরে না। আপাতদৃষ্টিতে সুন্দর, সচ্ছল এই পরিবারের এমন কোনও একটি বিষয় আছে যা নিয়ে ইন্দ্রনাথ এবং নীলিমার মধ্যে মাঝেমধ্যেই ঠাণ্ডা যুদ্ধ চলে। সাগর আর জয় সম্পর্কে খুড়তুতো ভাই হলেও পারিবারিক ব্যবসা নিয়ে দুজনের যথেষ্ট দ্বন্দ্ব আছে। স্ত্রী পামেলার চোখে অপদার্থ জয় শুধুই নীলিমার কর্মচারী।

উচ্চবিত্তের শোষণে চাপা পড়ে যাওয়া নিম্নবিত্তের ছোট-ছোট স্বপ্নগুলো পূরণ করতে বদ্ধপরিকর জ্যোতি। একরকম পরিবারের অমতেই জ্যোতির এই স্বপ্নের পাশে ঢাল হয়ে দাঁড়ায় সাগর।

আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি

স্বপ্নপূরণের ইচ্ছা ও তার অন্তরায়, এই নিয়েই আসছে নতুন বাংলা মেগাধারাবাহিক ‘সাগর জ্যোতি’। এই ধারাবাহিকে সাগর ও জ্যোতির ভূমিকায় অভিনয় করেছেন রাহুলদেব বসু ও নবনীতা মালাকার। নীলিমা ও ইন্দ্রনাথের চরিত্রে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ বিকাশ ভৌমিক। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সায়ন্তনী মল্লিক, তনিমা সেন, অভিজিৎ সরকার, আইভি বন্দ্যোপাধ্যায়, সনমিত্র ভৌমিক, সৌমক বসু, রুম্পা চট্টোপাধ্যায় ও সুজয় সিংহ। গতকাল শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ‘টিম সাগর জ্যোতি’।




উচ্চবিত্ত বনাম নিম্নবিত্তের দ্বন্দ্ব নিয়ে আগামীকাল থেকে প্রতিদিন রাত ৮টায় এন্টারটেন বাংলা চ্যানেলে শুরু হচ্ছে ‘সাগরজ্যোতি’।

ছবি: প্রবুদ্ধ নিয়োগী



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *