মিস করছি ভূমিকন্যা টিমকে: সোহিনী সরকার
RBN Web Desk: ভূমিকন্যা টিমকে মিস করছেন, এমনটাই বললেন সোহিনী সরকার। গতকালই সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটির শেষ পর্ব। সোহিনী ছাড়াও বড় পর্দার এক ঝাঁক শিল্পী অভিনয় করেন এই ধারাবাহিকে, যেমন কৌশিক সেন, চিরঞ্জীৎ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী ও আরও অনেকে।
ভূমিকন্যার শেষ পর্বটি টিভির পর্দায় দেখতে পারেননি সোহিনী। একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন।
নায়ক শহর কলকাতা
সংবাদমাধ্যমকে সোহিনী জানালেন, একটা ধারাবাহিকে কাজ করার সময় পুরো ইউনিটের সাথে দিনের অনেকটা সময় কাটাতে হয়। কাজটা দীর্ঘদিন ধরে হয় বলে সবার সাথে একটা একাত্মতা তৈরি হয়ে যায়। সেটাই এখন তিনি মিস করছেন, বললেন এই অভিনেত্রী।
শুরুর দিকে রাত ন’টার স্লটে শুরু হলেও, পরে টিআরপি’র অভাবে রাত সাড়ে দশটার স্লটে সরিয়ে দেওয়া হয় এই ধারাবাহিকটি। প্রথমদিকে ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম শীল। পরে এর দায়িত্ব নেন অরিন্দম দে।