টানা ৩১ সপ্তাহ শীর্ষে ‘কৃষ্ণকলি’
RBN Web Desk: অপ্রতিরোধ্য ‘কৃষ্ণকলি’। ৮ আগস্ট প্রকাশিত হয়েছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বাংলায় ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপির সাপ্তাহিক তালিকা। এই নিয়ে টানা ৩১ সপ্তাহ শীর্ষে রইল শ্যামা মেয়ের গল্প। এই ধারাবাহিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিমঝিম মিত্র, নীল ভট্টাচার্য ও তিয়াসা রায়।
এই সপ্তাহে ‘কৃষ্ণকলি’র প্রাপ্ত নম্বর (১১.৫)। দ্বিতীয় ও ত়ৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘ত্রিনয়নী’ (৯.১) ও ‘নকশিকাঁথা’ (৮.৪)। উল্লেখযোগ্য বিষয় হল প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুটি ধারাবাহিকেরই মূল নায়িকার গায়ের রং শ্যামলা এবং দুজনেই গ্রামের মেয়ে। দুটি ধারাবাহিকই প্রচারিত হয় একই বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে। বিশেষজ্ঞদের ধারণা, গায়ের রং এবং গ্রামীণ প্রেক্ষাপটকেই তুরূপের তাস মনে করছে চ্যানেলটি।
আরও পড়ুন: স্মরণে ঋতুপর্ণ, এই প্রথম কোনও ভারতীয় ছবিকে রাষ্ট্রসংঘের অনুমোদন
তবে রিমঝিম মনে করেন, অল্প সংখ্যক চরিত্র এবং একটা ট্র্যাক বেশিদিন না টানাই ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটির ক্রমাগত শীর্ষে থাকার অন্যতম মুখ্য কারণ।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকার প্রথম দশে রয়েছে ১১টি ধারাবাহিক।
১. ‘কৃষ্ণকলি’ (১১.৫)