প্রাক্তন মুখ্যমন্ত্রীর চরিত্রে সব্যসাচী, বিরোধিতায় জয়া?

RBN Web Desk: কলকাতা ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নকশাল আন্দোলন। উত্তরবঙ্গের নকশালবাড়ি এলাকা এই আন্দোলনের উৎস হলেও পরে তা ছড়িয়ে পড়েছিল গোটা পশ্চিমবঙ্গে এমনকি পার্শ্ববর্তী বিহার ও ওড়িশাতেও। সেই নকশাল আন্দোলনকে কেন্দ্র করেই এবার গড়ে উঠছে নতুন ওয়েব সিরিজ়, পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়।

হিন্দি, বাংলা ও ইংরিজি, তিন ভাষায় নির্মীয়মান এই সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্র চারু মজুমদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। নকশাল আন্দোলন দমনের পুরোধা ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। সেই চরিত্রেই অভিনয় করতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। পরবর্তী মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভূমিকায় দেখা যেতে পারে বোমান ইরানি বা পরেশ রাওয়ালকে।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

অন্যদিকে দুই বাংলার পর এই প্রথম কোনও হিন্দি ওয়েব সিরিজ়ে কাজ করতে চলেছেন জয়া আহসান। এই সিরিজ়ে তাঁকে দেখা যাবে চারু মজুমদারের স্ত্রী লীলার ভূমিকায়।

তৎকালীন দাপুটে পুলিশ অফিসার রুনু গুহ নিয়োগীর আত্মজীবনী ‘সাদা আমি কালো আমি’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজ়। রুনুর ভূমিকায় থাকবেন রণিত রায়।




সিরিজ়ের নাম চূড়ান্ত না হলেও, ‘সাদা কপ, কালা কপ’ বা ‘ক্যালকাটা ক্রনিকল’, এর মধ্যে কোনও একটি বেছে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পরিচালক। আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী বছর থেকে শুরু হবে শ্যুটিং।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *