প্রতিবাদী চরিত্রে পাওলি

RBN Web Desk: এই মুহূর্তে এক নারীর ওপর ঘটে যাওয়া নৃশংস অত্যাচারের ঘটনা নিয়ে সরব সারা দেশ। অথচ শুধু বাইরে নয়, এই ডিজিটাল যুগেও ঘরের চার দেওয়ালের ভেতরে অত্যাচারিতা হচ্ছে নারীরা। সৌভিক কুণ্ডু (Souvik Kundu) পরিচালিত ‘কাবেরী’ (Kaberi) ওয়েব সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করতে চলেছেন পাওলি দাম (Paoli Dam)। এক প্রতিবাদী চরিত্রে দেখা যাবে তাঁকে। পাওলি ছাড়াও সিরিজ়ে অভিনয় করবেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। পাওলির বিপরীতে রয়েছেন তিনি। 

সিরিজের কাহিনি এক শিক্ষিকা ও তার ছাত্রীকে কেন্দ্র করে গড়ে ওঠে। নারীকেন্দ্রিক চরিত্রে এর আগেও দেখা গেছে পাওলিকে। গার্হস্থ্য হিংসা এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সংগ্রাম করাই ‘কাবেরী’র মুখ্য বিষয়। পাওলির সঙ্গে প্রথমবার কাজ করতে দেখা যাবে সৌরভকে। 

আরও পড়ুন: ফিরছেন একেনবাবু, এবার অভিনয়ে রাজনন্দিনী, রাহুলও

“কাবেরী শুধুমাত্র একটি চরিত্র নয়,” বললেন পাওলি, “তার চেয়ে অনেকটা বেশি কিছু। কাবেরী এমন এক প্রতিবাদী চরিত্র যাকে আমি নিজের ভেতরে অনুভব করতে পারি। যারা নিজেদের জীবনে কোনও না কোনওভাবে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা খুব সহজেই কাবেরীর সঙ্গে নিজেকে মেলাতে পারবেন বলে আমার মনে হয়।”  

বর্তমান সময়ে দাঁড়িয়ে মধ্যবিত্ত সমাজের এক বিশেষ সমস্যা ও তার সঙ্গে লড়াই করার ক্ষেত্রে ‘কাবেরী’ এক বিশেষ ভূমিকা নেবে বলে দাবি নির্মাতাদের।

কিছুদিনের মধ্যেই সিরিজ়টি হইচই ডিজিটাল মাধ্যমে দেখা যাবে।  




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *