পুজোর শুরুতেই ‘পাপ’, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: প্রায় দুশো বছরের পুরনো একটি বনেদী বাড়ির পুজো। প্রতি বছরই সেই পুজো উপলক্ষে দেশ-বিদেশ থেকে ঘেরে ফেরেন আত্মীয়স্বজনরা। সেজে ওঠে ঠাকুর দালান, হয় মৃণ্ময়ী মায়ের প্রাণ প্রতিষ্ঠা। গোটা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন পরিবারের সবাই। শারদোৎসবের আনন্দ ছাড়াও একটা বড় পারিবারিক রিউনিয়ন হয়ে দাঁড়ায় এই বাড়ির পুজো।
তবে এ বছর উৎসব আয়োজনের তাল কেটে গেল একেবারে অপ্রত্যাশিত ভাবে। বহু বছর পর এই বাড়িতে পা রাখল পার্বণী। এক সময় এই বাড়িরই আশ্রিতা ছিল সে। একটি মহামূল্যবান জিনিস চুরির অপরাধে বাড়ি থেকে তড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। পার্বণীর দাবী, সেই জিনিসটাই ফিরিয়ে দিতে এসেছে সে। তাকে নিয়ে প্রবল অস্বস্তিতে পড়ে গোটা পরিবার। এরই মাঝে খুন হয়ে যান বাড়ির পুরোহিত ও অন্য আরেকজন। সেই দুজনের মুখের ভেতরে পাওয়া যায় সাংকেতিক ভাষায় লেখা, দলা পাকানো দুটো কাগজ। সন্দেহ ও অবিশ্বাসের চোরা স্রোত বইতে শুরু করে পরিবারের সবার মধ্যে, খসে পড়তে থাকে আপাত সাদা মানুষগুলোর মুখোশ। পুজোর পরিবেশ বদলে যায় অপরাধ ক্ষেত্রে, তদন্তে নামে পুলিশ।
আরও পড়ুন: পুজোয় রবীন্দ্র সদনে বাংলা ছবি, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
কেন ফিরল পার্বণী? কি তার উদ্দেশ্য? শুধুই কি সেই জিনিসটি ফিরিয়ে দিতে এসেছে সে? খুনের পেছনে কি বাইরের কারোর হাত আছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে পরিচালক অনুপম হরির ওয়েব সিরিজ় ‘পাপ’। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, সোলাঙ্কি রায়, ভাস্বর চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা মণ্ডল ও রূপসা দাশগুপ্ত। গতকাল শহরে মুক্তি পেল ‘পাপ’-এর ট্রেলার। উপস্থিত ছিলেন এই সিরিজ়ের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।
‘পাপ’-এ পার্বণীর চরিত্রে অভিনয় করেছেন পূজা। “পার্বণী খুবই রহস্যময় একটা চরিত্র। এরকম চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। থ্রিলার দেখতে সবারই ভালো লাগে কারণ ঘটনা কি ভাবে এগোবে, সেটা জানার কৌতুহল থাকে। এই সিরিজ়ে একটা গানও থাকছে আমার গলায়। তবে সেই গানের বিষয়টা আপাতত সারপ্রাইজ় হিসেবেই থাক,” বললেন পূজা।
আরও পড়ুন: রাস্তার অচেনা মানুষ ডেকে সাহস যুগিয়েছেন: সৃজিত
“‘পাপ-এ বাড়ির বড় ছেলের চরিত্রে অভিনয় করছি আমি,” জানালেন ইন্দ্রজিৎ। “সে বাইরে চাকরি করে। প্রতি বছরই পরিবার নিয়ে পুজো উপলক্ষে সে দেশের বাড়িতে ফেরে। তবে এবারের ফেরাটা একেবারেই অন্য রকম। পার্বণী আসার পর যে ঘটনাগুলো ঘটতে থাকে সেগুলোর মধ্যে জড়িয়ে যায় বাড়ির সবাই।”
তবে ‘পাপ’-এর সব অভিনেতা-অভিনেত্রীদের দাবী, রহস্য কিভাবে উন্মোচন হবে সেটা তাঁরা কেউই জানেন না, কারণ পরিচালক এ বিষয়ে তাঁদের কিছু জানাননি।
উত্তর কলকাতার লাহাবাড়ি ও অন্যান্য জায়গায় শ্যুটিং হয়েছে ‘পাপ’-এর। একটি বিশেষ চরিত্রে থাকছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
২ অক্টোবর থেকে হইচই-এ দেখা যাবে সিরিজ়টি।
ছবি: সবুজ দাস