শর্মিলা ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন ত্রিধা
RBN Web Desk: পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এ শর্মিলা ঠাকুরের ভূমিকায় দেখা যাবে ত্রিধা চৌধুরীকে। সৌমিত্রর ষাট বছরের অভিনয় জীবনের নানান ঘটনাকে তুলে ধরা হবে ছবিতে।
১৯৫৯-এ সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর সংসার’ ছবি দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এই ছবিতে তাঁর বিপরীতে অপর্ণার চরিত্রে ছিলেন শর্মিলা ঠাকুর। ‘অভিযান’ ছবিতে এই চরিত্রটিতেই দেখা যাবে ত্রিধাকে। ‘অপুর সংসার’ ছাড়াও সত্যজিতের ‘দেবী’ ও ‘অরণ্যের দিনরাত্রি’ এবং পরিচালক গৌতম ঘোষের ‘আবার অরণ্যে’ ছবিতে সৌমিত্রর বিপরীতে শর্মিলাকে দেখা গেছে।
আরও পড়ুন: ২৫ দিন পূর্ণ করল দৃষ্টিহীন চিত্রকরের কাহিনী
‘অভিযান’-এ তরুণ সৌমিত্রর ভূমিকায় অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। বর্ষীয়ান অভিনেতার ভূমিকায় থাকছেন সৌমিত্র নিজেই। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে, বয়স্ক চরিত্রটি করবেন ডলি বসু। রবি ঘোষের চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ। সত্যজিতের ভূমিকায় অভিনয় করবেন কৌশিক (কিউ) মুখোপাধ্যায়। সুচিত্রা সেন ও মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে থাকবেন পাওলি দাম ও সোহিনী সরকার।
ছবির শুটিং শুরু হলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে।