দশ বছরের চ্যালেঞ্জ নিলেন রূপাঞ্জনা মিত্র
RBN Web Desk: মাঝে মাঝেই ফেসবুকে শুরু হয় এক-একটি নতুন খেলা। কিছুদিন আগে এসেছিল আইস বাকেট চ্যালেঞ্জ যেখানে একজন ব্যক্তি আরেকজনের মাথায় বরফ ঢেলে চান করিয়ে দেবে। সারা পৃথিবী মেতে উঠেছিল এই খেলায়। চিত্রতারকা থেকে রাজনীতিবিদ, খেলোয়াড় ও তাবড় সেলিব্রিটিরা মেতে উঠেছিল এই খেলায়।
এরপর এসেছে আরও অনেক খেলা, যেমন টেন ফিল্মস চ্যালেঞ্জ বা টেন বুক্স চ্যালেঞ্জ। এই খেলার তালিকারই নবতম সংযোজন ১০ ইয়ার চ্যালেঞ্জ যেখানে সবাই এক দশকের ফারাকে তাঁদের দুটি আলাদা ছবি পোস্ট করবে।
অর্ধশতক পেরিয়ে
সেই খেলাতেই এবার যোগ দিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । গতকাল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে তিনি দুটি ছবি পোস্ট করেন, একটি ২০০৯ সালের এবং অন্যটি গত বছরের। তবে চেহারার দিক থেকে খুব বেশি ফারাক নেই দুটি ছবির।
২০০৯ সালে রূপাঞ্জনা এবং (ডানদিকে) এখন
২০১৪ সালে তুমি আসবে বলে ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন রূপাঞ্জনা। পর পর অভিনয় করেন বেশ কয়েকটি সফল ধারাবাহিকে যার মধ্যে সিঁদুর খেলা, এক আকাশের নীচে, ও তিথির অতিথি অন্যতম। এছাড়াও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। সম্প্রতি ধানবাদ ব্লুজ় ওয়েব সিরিজ়ে একটি বলিষ্ঠ চরিত্রে দেখা গেছে তাঁকে।