ফের সংকট মহুল ও রোদ্দুরের জীবনে
RBN Web Desk: ফের সংকট ঘনিয়ে আসতে চলেছে মহুল ও রোদ্দুরের জীবনে। জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউ-এর এই দুটি প্রধান চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ঐন্দ্রিলা রায় ও বিক্রম চট্টোপাধ্যায়। এছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র অনুরূপের ভূমিকায় রয়েছেন কৌশিক রায়।
গত বেশ কয়েক মাস ধরেই এই ধারাবাহিকে আসছে একের পর এক ট্যুইস্ট। বেশ কয়েকবার ট্র্যাকও বদল করা হয়েছে ধারাবাহিকটির। প্রযোজনা সংস্থার এক সূত্রের দাবী, এবার মহুলকে পুলিশের মামলায় ফাঁসাতে চলেছে অনুরূপ।
অর্ধশতক পেরিয়ে
তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, যে সময় ফাগুন বউ সম্প্রচার হয়, ওই একই সময়ে অন্য একটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুরু হয়েছে সুভাষচন্দ্র বসুর জীবনী নির্ভর ধারাবাহিক নেতাজী। আর তাতেই চাপে পড়ে গেছে ফাগুন বউ। স্বাভাবিক কারণেই বাঙালির কাছে নেতাজী বিষয়ক যে কোনও কিছুর আকর্ষণ প্রবল, তা সে নাটক, সিনেমা, যাত্রা, টেলিভিশন ধারাবাহিক যাই হোক না কেন। টিআরপি যুদ্ধে এই দুটি ধারাবাহিকের টক্কর যে ভালোই হবে তা সহজেই বলে দেওয়া যায়। তাই সেই সাপ্তাহিক তালিকায় নিজের স্থান ধরে রাখার জন্য ফাগুন বউ-এর চিত্রনাট্যে আনা হচ্ছে নতুন ট্যুইস্ট, টেলিভিশন বিশষজ্ঞদের দাবী।