এবার বড়ি ব্যবসায় মুনমুন সেন
RBN Web Desk: প্রায় সব প্রথম সারির পরিচালকের সাথে কাজ করা হয়ে গেছে আগেই, যার মধ্যে তপন সিংহ, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ ও পার্থপ্রতিম চৌধুরী অন্যতম। অভিনয় করেছেন বিভিন্ন ধরণের চরিত্রে। চার দশকেরও বেশি অভিনয় জীবন পেরিয়ে, বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেন-কে এবার দেখা যাবে এক বড়ি ব্যবসায়ী রূপে।
পরিচালক রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকার-এর আসন্ন ছবি আবার বসন্ত বিলাপ-এ এই চরিত্রে অভিনয় করছেন মুনমুন। চরিত্রের নাম শকুন্তলা। অন্যান্য ভূমিকায় পরাণ বন্দোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মৌসুমী সাহা, সুমিত সমাদ্দার, ও মীর।
শব্দ যখন ছবি আঁকে
ছবির গল্প অনুযায়ী, সারা ভারত জুড়ে বড়ির ব্যবসা শকুন্তলার। বিশাল সম্পত্তির মালকিন। দামী বিদেশি গাড়ি ছাড়া ঘোরাফেরা করেন না। এ হেন শকুন্তলার হঠাৎ ইচ্ছে হয় তিনি প্রেমের গল্প লিখবেন। যেমন ভাবা তেমনি কাজ। লিখেও ফেলেন প্রেমের লুকোচুরি নামে গোটা একটা বই। কিন্তু ছাপবে কে? খুঁজেপেতে হাজির হন উত্তর কলকাতার গলি, তস্য গলির মধ্যে অবস্থিত বসন্ত বিলাপ প্রেস-এ। সেই প্রেসের ম্যানেজার প্ররাণপ্রিয় (পরাণ) অকৃতদার। প্রথম দর্শনেই প্ররাণপ্রিয় শকুন্তলার প্রেমে ডুবুহাবু।
রক্তবরণ মুগ্ধকরণ
এদিকে প্রেস-এর সিনিয়র প্রুফরিডার অনাদি (খরাজ) উঠতে-বসতে বাড়িতে গিন্নী (মৌসুমী) এবং অফিসে ম্যানেজারের গঞ্জনার শিকার। কাউকেই খুশি করতে পারেন না তিনি। অনাদিপুত্র শিবু বেকার ও মায়ের দুচোখের মনি । কাজের মধ্যে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে চুলের টেরি কাটা। সুন্দরী শকুন্তলাকে দেখে অনাদিরও চিত্তচাঞ্চল্য। পুরো এক ফুল দো মালি কেস।
তারপর কি হল, তাই নিয়েই এই ছবির গল্প।
আবার বসন্ত বিলাপ-এ প্রায় চার বছর পর বাংলা ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন মুনমুন। অনিরূদ্ধ রায়চৌধুরীর বুনো হাঁস (২০১৪) তার শেষ বাংলা ছবি। সম্প্রতি রাজেশ-ঈপ্সিতার ছবির মিউজ়িক লঞ্চের দিন পাকড়াও করা গেল তাকে। ইদানিং এত কম বাংলা ছবি করেন কেন? কি করব বলো, ভালো ছবির অফার নিয়ে আসেই না কেউ, মুনমুনের গলায় আক্ষেপ। যে কটা আসে একটাও করার মত নয়। অবশ্য সাংসদ হওয়ার পর সময়ের অভাবও মেনে নিলেন ষাটোর্দ্ধ অভিনেত্রী।
দেবতার গ্রাস
তাহলে আবার বসন্ত বিলাপ কেন? কমেডি করতে চেয়েছিলাম অনেকদিন ধরে। আর মহিলা পরিচালকের সাথে কাজ করার ইচ্ছে ছিল। রাজেশ-ঈপ্সিতার ছবিতে সেটা সম্ভব হলো। গল্পটা দারণ, তাই না বলার কোনও কারণ দেখিনি, বললেন মুনমুন।
তপন সিংহ-এর বৈদূর্য রহস্য ছবির নায়িকা বললেন, বাঙালি কমেডি ছবি ভালোবাসে। সপরিবারে দেখার মত ছবি আবার বসন্ত বিলাপ।