‘৮/১২’-এর গানে রূপম ইসলাম
RBN Web Desk: ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল ক’দিন আগে। কিন্তু এ স্বাধীনতা সহজে আসেনি। বহু দেশপ্রেমীর রক্তক্ষয়ের পর এসেছে স্বাধীনতা। সশস্ত্র বিপ্লবীদের মধ্যে পুরোভাগে ছিলেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। আজ লোকগাথায় পরিণত হয়েছে তাঁদের ১৯৩০ সালের ৮ ডিসেম্বর রাইটার্স বিল্ডিংস অভিযান। সেই ঘটনা নিয়েই এবার ‘৮/১২’ নামক ছবি তৈরি করছেন পরিচালক অরুণ রায়। এই ছবিতে অভিনয় করেছেন করছেন কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সুমন বসু (রেমো), শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবরাজ মুখোপাধ্যায় ও শঙ্কর দেবনাথ।
‘৮/১২’ ছবির প্রথম গান ‘বিনয় বাদল দীনেশ’ মুক্তি পেল ১৫ আগস্ট। এই গানের মাধ্যমে বিনয়-বাদল-দিনেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ছবির পুরো টিম। গানটি লিখেছেন ও সুর করেছেন সৌম্য ঋত, গেয়েছেন রূপম ইসলাম।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
দেশাত্মবোধক গান তাঁর খুবই পরিচিত ক্ষেত্রের মধ্যে পড়ে বলে জানালেন রূপম। তাঁর বাবা-মা দুজনেই দেশাত্মবোধক গান ও গণসঙ্গীত নির্মাণ করতেন। তাই এই ঘরানার গানের প্রতি তাঁর ভালোবাসা রয়েই গেছে।
“প্যারেড এবং রক সঙ্গীতের মিশেলে গানটি তৈরি করা হয়েছে বলে জানালেন সৌম্য ঋত।
৮ ডিসেম্বর স্মরণে রেখে, এ বছর ওই একই দিনে মুক্তি পাবে ‘৮/১২’।