সৌপ্তিকের ‘খেলা শুরু’তে ইন্ধন ইন্দ্রাশিস, রণিতা, সুজয়ের
কলকাতা: লিভ-ইন সম্পর্কের সূত্রেই একছাদের তলায় বসবাস অভিষেক আর শ্রেষ্ঠার। আর্ট কলেজ থেকে পাশ করেও অভিষেক জনপ্রিয় শিল্পী হতে পারেনি। তার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম হলো ক্যানভাস। রং-তুলির পাশাপাশি তার আরও একটি নেশা রয়েছে, জুয়া!
অন্যদিকে শ্রেষ্ঠা সংসারের যাবতীয় দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে উদয়-অস্ত কাজ করতে থাকে। দিনে বিউটি পার্লার আর রাতে কল সেন্টারে অক্লান্ত পরিশ্রম করে সে। অনেক বোঝানো সত্ত্বেও, অভিষেকের জীবনযাত্রায় কোনও পরিবর্তন আসে না। বাড়িওয়ালা ও তার স্ত্রীর কটাক্ষ শুনতে-শুনতে দিন কাটে অভিষেকের।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ঘটনাচক্রে একদিন ছবি বিক্রি করতে গিয়ে অভিষেকের হাতে এসে পড়ে একটি বিদেশী ক্যানভাস। সেই ছবির দৌলতে রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে ওঠে অভিষেক ও শ্রেষ্ঠা। ইতিহাসের এক অন্ধকার, মায়াবী রহস্য হাতছানি দেয় তাদের। তবে তার বদলে একটি খেলা খেলতে হয় দুজনকে। বিলাসবহুল জীবন আর অর্থের লোভে ‘গেম’-এর আড়ালে একটি চক্রব্যূহে দুজনে ক্রমেই জড়িয়ে পড়তে থাকে। প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা এলেও তারা এক-এক করে হারাতে থাকে অন্য অনেক কিছু। কিন্তু কী সেই খেলা?
উত্তর রয়েছে নয় পর্বের রোমহর্ষক, নতুন ওয়েব সিরিজ় ‘খেলা শুরু’তে। এই সিরিজ় দিয়েই পরিচালক হিসেবে হাতে খড়ি হচ্ছে অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর। শ্রেষ্ঠা ও অভিষেকের চরিত্রে অভিনয় করেছেন রণিতা দাস ও ইন্দ্রাশিস রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, ভ্যালেরি বিদু ও রানা বসু ঠাকুর। সৌপ্তিক নিজেও একটি চরিত্রে অভিনয় করেছেন। গতকাল শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল ‘খেলা শুরু’র শীর্ষসঙ্গীত। উপস্থিত ছিলেন শিল্পী ও কলাকুশলীরা।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
কলকাতার পর মুম্বইয়ে বেশ কিছু ছবি ও সিরিজ়ে কাজ করার পর শহরে ফিরেছেন সৌপ্তিক। ফিরেই হাত দিয়েছেন এই সিরিজ় পরিচালনায়। “গল্পটা ভালোবাসা দিয়ে শুরু হলেও সেটা শেষ পর্যন্ত কোথাও যেন আমাদের মানসিকতা, সম্পর্কের নানারকম জটিলতার মধ্যে চলে যায়। তার জন্য অতিমারীর এই সময়টা দায়ী। এই পরিস্থিতি আমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করেছে। এই সময়ের বিভিন্ন সমস্যা, জীবনের চড়াই-উতরাইগুলো আরও স্পষ্ট করে বুঝতে শিখিয়েছে। সেই সমস্ত ধারণা থেকেই এই সিরিজ়ের গল্পটা মাথায় আসে,” জানালেন সৌপ্তিক।
“এই কোভিড পরিস্থিতিতে যখন সমস্ত সিনেমা হল বন্ধ ঠিক তখনই সৌপ্তিকের এই সিরিজ়টা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন,” জানালেন রণিতা।
শ্রাবণ ভট্টাচার্যের সুরে সিরিজ়ের শীর্ষসঙ্গীতটি গেয়েছেন ইক্ষিতা মুখোপাধ্যায় ও দেব অরিজিৎ। গানের কথা লিখেছেন দেবস্মিতা গঙ্গোপাধ্যায় ও শ্রাবণ।
চলতি মাসেই ক্লিক ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে ‘খেলা শুরু’।
ছবি প্রবুদ্ধ নিয়োগী