‘হৃৎপিণ্ড’র সঙ্গীত পরীক্ষামূলক: রণজয়
RBN Web Desk: ‘প্রেমে পড়া বারণ’ শুনে বুঁদ হয়েছিল বাঙালি শ্রোতা। গত বছর শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘সোয়েটার’ ছবির এই গান এখনও জনপ্রিয়। রণজয় ভট্টাচার্যর সুরে গানটি গেয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। শিলাদিত্যর পরবর্তী ছবি ‘হৃৎপিণ্ড’র সঙ্গীত পরিচালনা করছেন রণজয়। ছবির গান লিখেছেন তমোঘ্ন চট্টোপাধ্যায় এবং রণজয় নিজে। কেমন হতে চলেছে এই ছবির সঙ্গীত?
“‘হৃদপিণ্ড’র গানগুলো ভীষণ গভীর,” রেডিওবাংলানেট-কে বললেন রণজয়। “যেহেতু ছবির গল্পটা ইমোশনাল, তাই সেটার একটা প্রতিফলন গানগুলোতেও থাকবে। এই ছবিতে এমন অনেক সুর করেছি যা আগে কখনও করিনি। ‘হৃৎপিণ্ড’র সঙ্গীত পরীক্ষামূলক বলা যেতে পারে। তবে পরীক্ষামূলক হলেও প্রচুর মানুষ শুনছেন, তাঁদের ভালোলাগার কথা আমাকে জানিয়েছেন। এখনও পর্যন্ত সবকটা গানই শুধুমাত্র অডিওতে এসেছে। এরপর ভিডিওতে এলে আশা করি আরও বেশি দর্শকের কাছে পৌঁছবে।”
ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে রণজয়ের সুরে, মেখলা দাশগুপ্তর গাওয়া ‘মন কেমনের জন্মদিন’। এছাড়াও ‘হৃৎপিণ্ড’তে রয়েছে চন্দ্রিকা ভট্টাচার্যর কণ্ঠে ‘চিঠি চিঠি দিন’ এবং দুর্নিবার সাহার গাওয়া ‘হৃদপিন্ডের টান’। ‘মন কেমনের জন্মদিন’-এর রিপ্রাইস ভার্শনটি গেয়েছেন রণজয়। মেখলা, চন্দ্রিকা এবং দুর্নিবার তিনজনেই রিয়্যালিটি শো থেকে উঠে এসেছেন।
আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন
“এরা প্রত্যেকেই খুব ভালো গায়,” বললেন রণজয়। আমার নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে কোনও অসুবিধা হয়না। নিজে নতুন বলে আমিও চাই ভালো শিল্পীরা যেন সুযোগ পায়।”
আপাতত ‘হৃদপিণ্ড’র কাজ শেষ। লকডাউনের মাঝে নতুন কাজে সেভাবে হাত দিচ্ছেন না রণজয়। ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবির।তবে লকডাউনের কারণে বহু ছবির পাশাপাশি পিছিয়ে গেছে ‘হৃদপিণ্ড’র মুক্তিও।