মহানগরের প্রথম সবকিছু নিয়ে আসছে কলি-কথা

কলকাতা: কবীর সুমন লিখেছিলেন, ‘এই শহর জানে আমার প্রথম সবকিছু।’ প্রাণের শহর, ভালবাসার শহর, স্মৃতির শহর, আবেগের শহর কলকাতা। এই শহরে জন্ম ও বড় হয়ে ওঠা প্রত্যেকটি মানুষের প্রথম সবকিছুই জানে কলকাতা।

কিন্তু মহানগরের প্রথম সবকিছু? সেটা ক’জন জানে? হাতে গোনা কিছু শহরবাসি ছাড়া কলকাতার প্রথম সবকিছু হয়ত অনেকেরই অজানা। সেই অজানা প্রথম সবকিছুর সন্ধান দিতেই ছদ্মবেশী নাট্যগোষ্ঠী নিয়ে আসছে তাদের নতুন প্রযোজনা কলি-কথা।

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

হঠাৎ এরকম একটা বিষয় নিয়ে নাটক কেন?

পরিচালক অরুণ দাস রেডিওবাংলানেট-কে জানালেন, “এ শহর নিয়ে গর্ব করতে কেউ পিছপা হন না। অথচ গর্বের কারণটা জানতে চাইলে বেশিরভাগই উত্তর দিতে পারেন না। সেই উত্তরের সন্ধানটাই দিতে চাই আমরা।”

কলকাতার প্রতিষ্ঠা, নাম বিতর্ক, লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের পরিচিতি, সাবর্ণদের ইতিহাস, কালীঘাটের উৎপত্তি, যশোররাজ প্রতাপাদিত্য ও অম্বররাজ মানসিংহের যুদ্ধ, জোব চার্নকের কথা এবং সর্বোপরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলিকাতার জমিদার হয়ে ওঠা, সবই থাকছে এই নাটকে। খ্রিষ্টীয় দশম শতক থেকে শুরু করে ১৬৯৮ সাল, প্রায় ৭০০ বছর এই নাটকের কালসীমা।

গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই

কলি-কথা’র নাট্যকার সৌভিক গাঙ্গুলির দাবী, “কলকাতা সম্পর্কে আমাদের মনে কতগুলো প্রচলিত ভ্রান্ত ধারণা আছে। যেমন, কলকাতার প্রতিষ্ঠাতা ব্রিটিশ বণিক জোব চার্নক এবং শহরের জন্মদিন ২৪ আগস্ট, ১৬৯০। চার্নক ঠিক কে ছিলেন, কেন কলকাতায় এলেন বা তিনি তথাকথিত কলকাতায় আদৌ এসেছিলেন কিনা, সেটাই বেশিরভাগই মানুষই জানেন না। তেমনই ২৪ আগস্টকে ঠিক কি কারণে এ শহরের জন্মদিন বলে দেগে দেওয়া হল, সেটা সম্পর্কেও কারোর খুব একটা ধারণা নেই। শুধু হুজুগটাই মুখ্য। সত্যিটা না জেনে মিথ্যার অকারণ প্রচার ও প্রসারের বিরুদ্ধাচরণও তাই এই নাটকের অন্যতম উদ্দেশ্য।”

কলি-কথা’র প্রথম অভিনয় ১৫ ডিসেম্বর মুক্ত অঙ্গনে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *