বিসর্জন নয়, পর্দায় আসছে কালিকাপ্রসাদের শেষ কাজ

RBN Web Desk: বিসর্জন নয়। প্রয়াত সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যর শেষ কাজ পরিচালক পাভেলের রসগোল্লা ছবিতে। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানালেন পাভেল।

গত বছর এপ্রিলে মুক্তি পায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন। এই ছবির মুক্তির কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কালিকাপ্রসাদের। তখন শোনা গিয়েছিল বিসর্জনই তাঁর শেষ বড় পর্দার কাজ। কিন্তু পাভেলের বক্তব্য, তাঁর সঙ্গেই শেষ কাজ করেছিলেন কালিকাপ্রসাদ। রসগোল্লা ছবির সঙ্গীতের সিংহভাগই এই জনপ্রিয় শিল্পীর করে যাওয়া। বন্ধু কাজল ভ্রমরা রে, কেন আসিবে বলে আসো না কানাই, খোদার বান্দা, এই সবকটা গানই কালিকাপ্রসাদের সৃষ্টি। এর কোনওটাই আগে কেই শোনেনি, পাভেলের দাবী।

মহানগরের প্রথম সবকিছু নিয়ে আসছে কলি-কথা

পাভেলের জানালেন, প্রত্যেকটি গানই লাইভ যন্ত্রানুষঙ্গ সহকারে রেকর্ড করা হয়েছে। এছাড়াও যে সময়টা ছবিতে দেখানো হয়েছ, বাদ্যযন্ত্রও সেই সময়েরই ব্যবহার করা হয়েছে, জানালেন পরিচালক।

রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাস ও ক্ষীরোদামণির প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। প্রেম ছাড়াও, রসগোল্লা আবিষ্কারের পেছনে নবীনচন্দ্রর লড়াইয়ের কথাও বলবে ছবিটি।

২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রসগোল্লা।  

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *