অনেকটা ঘরে ফেরার মতো, বললেন রচনা
RBN Web Desk: ‘দিদি নম্বর ১’ মানেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পিতৃবিয়োগের কারণে কিছুদিন এই তুমুল জনপ্রিয় গেম শো থেকে অব্যহতি নিয়েছিলেন তিনি। তাঁর পরিবর্তে এই শো সঞ্চালনার দায়িত্ব ছিল সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাসের উপর। তবে আজ স্যোশাল মিডিয়ায় রচনা জানিয়েছেন যে ‘দিদি নম্বর ১’ সঞ্চালনায় ফিরছেন তিনি।
‘দিদি নম্বর ১’-এ রচনাকে দেখতে না পেয়ে অনেকেই তাঁর কাছে জানতে চেয়েছেন, কবে তিনি ফিরছেন। রচনা জানিয়েছেন যে তিনি এখনও মানসিকভাবে বিপর্যস্ত। তবু কথায় আছে দ্য শো মাস্ট গো অন। তাই তাঁকে ফিরতেই হতো। এটা অনেকটা ঘরে ফেরার মতো বলে মনে করছেন রচনা। কারণ, এই গেম শো তাঁর কাছে ঘরের মতোই। দর্শকদের সঙ্গে নিয়ে ‘দিদি নম্বর ১’ একটা বড় পরিবার, জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
তাঁর অনুপস্থিতিতে ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করার জন্য সুদীপা ও সৌরভকে ধন্যবাদ জানিয়েছেন রচনা।
২০১০ সালে ‘দিদি নম্বর ১’-এর সম্প্রচার শুরু হয়। মাঝে কয়েক বছর সম্প্রচার বন্ধ ছিল। রচনা ছাড়াও এই গেম শো সঞ্চালনা করেছেন পুষ্পিতা মুখোপাধ্যায়, জুন মাল্য ও দেবশ্রী রায়। তবে সঞ্চালক হিসবে রচনাই সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছেন।