সিল করা হলো লতা মঙ্গেশকরের আবাসন
RBN Web Desk: বিশিষ্ট সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের আবাসন সিল করে দিল বৃহনমুম্বই পৌরসভা। করোনা অতিমারীর প্রকোপে দাপট গোটা মুম্বইয়ে ছড়িয়ে পড়লেও এখনও তার আঁচ পরেনি প্রভুকুঞ্জ আবাসনে। এই আবাসনেই তাঁর পরিবার নিয়ে থাকেন লতা। জানা গিয়েছে আগাম সাবধনতার জন্যই ২৯ আগস্ট এমন সিদ্ধান্ত নেয় পৌরসভা।
দক্ষিণ মুম্বইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের উপরে অবস্থিত প্রভুকুঞ্জ। লতা মঙ্গেশকর ও তাঁর পরিবারের সকলেই সুস্থ আছেন পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘পাণ্ডব গোয়েন্দা’ ঘিরে ক্ষোভের জবাব দিল চ্যানেল
আবাসন সিল করার বিষয়ে লতা মঙ্গেশকরের পরিবার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আবাসনের সোসাইটি ও পৌরসভার র্মীরা এসে তাঁদের বাড়ি সিল করে দিয়েছে। বৃহনমুইয়ে বহু বয়স্ক মানুষ বসবাস করেন। আগাম সতর্কতার জন্যই এই ব্যবস্থা বলে তাঁদের জানানো হয়েছে। মঙ্গেশকর পরিবারের সকলের স্বাস্থ্য ভালো আছে। পরিবারের তরফ থেকে কোনও গুজবে কান না দেওয়ার জন্যও আবেদন করা হয়েছে।