আসছে মহাপীঠ তারাপীঠ
RBN Web Desk: বাংলা টেলিভিশনে শুরু হতে চলেছে আরেকটি ভক্তিমূলক ধারাবাহিক। শীঘ্রই এক বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে আসছে মহাপীঠ তারাপীঠ ।
বিশেষজ্ঞদের ধারণা, বাংলা ধারাবাহিকের চিরাচরিত শাশুড়ি-বৌমা-ননদের গল্প দেখে দর্শকের একটা বৃহৎ অংশ বিরক্ত। সেই জন্যই অন্য ঘরাণার ধারাবাহিকের চল শুরু হয়েছে ইদানীং। ইতিমধ্যেই শুরু হয়েছে সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে ধারাবাহিক নেতাজী। এছাড়া করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকটিও শুরুর পর থেকেই সাপ্তাহিক টিআরপি তালিকার একেবারে ওপরের দিকে থাকছে। তাই টেলিভিশনের চেনা ছকের বাইরে গিয়ে অন্যরকম গল্প খুঁজছেন চ্যানেল ও প্রযোজনা সংস্থা, বিশেষজ্ঞদের বক্তব্য।
হারানো লেত্তি, হারানো লাট্টু
বিভিন্ন সময়ে প্রচারিত ভক্তিমূলক ধারাবাহিক বিপুল জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। মহাপ্রভু, সাধক বামাক্ষ্যাপা এদের মধ্যে অন্যতম। সম্প্রতি শেষ হয়েছে জগৎ জননী সারদা ধারাবাহিকটি। সেই জায়গায় আজ থেকে বাঙালির প্রিয় গুরুদের নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক শ্রী গুরবে নমহ্। তাই ভক্তিমূলক ধারাবাহিকের যে এক প্রকার গ্রহণযোগ্যতা আছে, তা বলার অপেক্ষা রাখে না। মহাপীঠ তারাপীঠ এদের মধ্যে নবতম সংযোজন।