আমি এখনও ‘তানসেনের তানপুরা’ দেখিনি: জয়দীপ
RBN Web Desk: এখনও পর্যন্ত ‘তানসেনের তানপুরা’ তিনি দেখেননি বলে জানালেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। উল্লেখ্য ‘তানসেনের তানপুরা’র চরিত্রদের নিয়ে নতুন সিরিজ় ‘রুদ্রবীণার অভিশাপ’ পরিচালনা করেছেন জয়দীপ। “আমার সেই সময় বিভিন্ন কাজের চাপ ছিল। তাই পুরোটা আর বসে দেখা হয়ে ওঠেনি। আমি শুধু মাথায় রেখেছিলাম যে চরিত্রগুলো নিয়ে আমি কাজটা করছি তারা দর্শকমহলে যথেষ্ট পরিচিত। কিছু জায়গায় তাদের হয়তো আমি একটু পাল্টেছি,” রেডিওবাংলানেট-কে জানালেন জয়দীপ।
একই চরিত্র নিয়ে আলাদা সিরিজ় করতে গেলে গল্পের খাতিরে তাদের কিছুটা পাল্টানো যেতেই পারে বলে মনে করেন তিনি। “একদিকে হয়তো ভালোই হয়েছে। আগেরটা দেখলে আমার হয়তো মনে হতো এই চরিত্রটাকে এরকমই রাখা উচিত। যেহেতু দেখিনি তাই সেটা থেকে বেরিয়ে গিয়ে দেখতে আমার সুবিধা হয়েছে। আমি আমার মতো করে তাদের গড়ে নিতে পেরেছি,” জানালেন জয়দীপ।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
‘রুদ্রবীণার অভিশাপ’ সিরিজ়ে প্রায় পাঁচশো জুনিয়র আর্টিস্ট ছাড়া আরও প্রায় পঁচিশ-তিরিশজন নামী অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। এত বড় কাস্টিং নিয়ে কাজ করা কতটা কঠিন ছিল?
জয়দীপ জানালেন, “চাপ তখন হয় যখন অভিনেতারা কাজটাকে নিজেদের কাজ হিসেবে দেখেন না। এখানে সকলেই এই কাজটাকে এত গুরুত্ব দিয়েছেন যে আমাকে আলাদা করে কোনও চাপ নিতেই হয়নি। বরং শুটিংয়ে অনেক সমস্যা হয়েছিল। কোভিডের জন্য লোকেশন বাতিল হয়ে গিয়েছিল। এছাড়া প্রচন্ড গরম, তারপর বৃষ্টি এইসব মাথায় নিয়েই কাজ করতে হয়েছে। প্রবল জ্বর সত্বেও বিক্রম কাজ করেছে। তাছাড়া টেকনিশিয়নরা প্রতিদিন ওরকম আবহাওয়ার মধ্যেও একভাবে কাজ করে গেছেন। শিল্পী ও কলাকুশলীদের সহযোগিতা ছাড়া এত বড় কাজ করা সম্ভবই ছিল না।”
পুরুলিয়ার খয়রাবেড়া ড্যাম, পাখি পাহাড়, বাঘমুন্ডি, মার্বেল লেক ছাড়াও কলকাতার বেলগাছিয়া রাজবাড়ি, বর্ধমান রাজবাড়ি ও দশঘড়া মিলিয়ে মোট ৩২দিন ধরে ‘রুদ্রবীণার অভিশাপ’-এর শুটিং হয়েছে। আগাগোড়া সঙ্গীতভিত্তিক একটা সিরিজ় নাকি এই প্রজন্মের অভিনেতাদের নিয়ে কাজ, কোনটা বেশি কঠিন লেগেছিল?
“আমার প্রথম পরিচালনা ‘গানের ওপারে’ও কিন্তু সঙ্গীতভিত্তিক ধারাবাহিক ছিল। আমি গান ভালোবাসি, তাই গান নিয়ে কাজ করতে আমার সবসময়েই ভালো লাগে। নতুন প্রজন্মের সঙ্গে কাজ তো ‘গানের ওপারে’তেও করেছি। তখন মিমি (চক্রবর্তী), ইন্দ্রাশিস (রায়) অর্জুন (চক্রবর্তী), গৌরব (চক্রবর্তী), সকলেই নতুন ছিল। এখানেও প্রত্যেকেই খুব দায়িত্ব নিয়ে কাজ করেছে, তাই আলাদাভাবে কোনও অসুবিধা বুঝতেই পারিনি। যেখানে আমার মনে হয়েছে একটু অন্যরকম দরকার সেটা আমি ওদের বলেছি, ওরাও মেনে নিয়েছে,” জানালেন জয়দীপ। একজন ভালো অভিনেতা কাজটা ভালো করে করতে চাইলে সবসময়েই পরিচালককে সহযোগিতা করেন বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
তবে ‘তানসেনের তানপুরা’র জনপ্রিয়তার চাপ নিয়ে তিনি বিশেষ ভাবেননি বলে জানালেন জয়দীপ। “আসলে যত বেশি ভাবব, ততই মনে হবে ওরকম আর একটা সিরিজ় কীভাবে করব, এইসব। ওটার সঙ্গে এটার এক চরিত্রগত মিল ছাড়া আর কিছু নেই। কিছু চরিত্র দুটি সিরিজ়েই উপিস্থত। এর বেশি আর কিছু নিয়ে আমি ভাবিনি। ‘রুদ্রবীণার অভিশাপ’ আমার কাছে একেবারে নতুন একটা সিরিজ” বললেন জয়দীপ।
আগামীকাল হইচই-এ মুক্তি পাচ্ছে ‘রুদ্রবীণার অভিশাপ’।