ক্যাসেটের নস্টালজিয়া মেখে মুক্তি পেল ছবির গান
RBN Web Desk: স্কুলজীবনের সেই সব উদ্দাম আনন্দের দিনগুলোয় বড়দের লুকিয়ে স্কুল পালানো, ছাদে উঠে বৃষ্টিতে ভেজা, পড়াশোনায় দেদার ফাঁকি দিয়ে নিষিদ্ধ আড্ডা দেওয়া কিংবা ঘর বন্ধ করে নীলছবি দেখা এসব তো প্রায় সবাই করে। কিন্তু স্কুল থেকে বেরিয়ে জীবনের লম্বা রেসট্র্যাকে দৌড়তে শুরু করলে কেই বা আর সেসব দিনকে মনে রাখে? অরুণ, বনি, নীলা আর দত্তরাও মনে রাখেনি। তবু কীভাবে যেন সকলে আবার অনেক বছর পরে শুধু নস্টালজিয়ার টানে এক হয়। প্রায় এক যুগ কাটিয়ে স্কুলের বন্ধুদের সেই রিইউনিয়নই এবার দেখা যাবে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে। সম্প্রতি কলকাতায় সেই সব ফেলে আসা দিনের স্মৃতিকে মনে রেখেই অভিনব উপায়ে, ক্যাসেট বাজিয়ে ছবির সঙ্গীত প্রকাশ করা হলো । ‘আবার বছর কুড়ি পরে’র সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। অভিনয়ে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনিকা বসু, পূষন দাশগুপ্ত, আর্য দাশগুপ্ত ও দিব্যাসা দাস।
ছবিতে নীলার চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী। ছোটবেলায় যে ছিল সাংঘাতিক ডানপিটে ও দুষ্টু বুদ্ধির জোগানদার, দু’দশক পেরিয়ে সেই নীলাই আজ ঘোর সংসারী ও দুই বাচ্চার মা। “বন্ধুদের সঙ্গে কথা বলারই সময় নেই তার, দেখা করা তো দূরের কথা। সে ভাবতেই পারে না সংসার ছেড়ে বন্ধুদের সঙ্গে রিইউনিয়নে যাওয়া সম্ভব। ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে। বন্ধুত্বের এই ফ্লেভারটা দর্শকদের খুব ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস,” বললেন তনুশ্রী।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
পৃথিবীর সমস্ত বন্ধুমহলেই কিছু সদস্য থাকে যারা একটু ভীতু প্রকৃতির হয়। কেউ-কেউ আবার হয় ডাকাবুকো। কেউ আবার সব ব্যাপারে সর্দারী করে। তাঁর অভিনীত বনি চরিত্রটি কিছুটা এরকমই বলে জানালেন অর্পিতা। “বনি সবসময়ই একটু বসি বা কর্তৃত্বপ্রিয় ছিল। যে কোনও ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সেটা বনিই নিত। এটা আপাতদৃষ্টিতে একটা বন্ধুত্বের গল্প। এছাড়াও গল্পে কী আছে সেটা দেখতে গেলে হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমি যে কোনও ছবির জন্য কাহিনী, চিত্রনাট্য, চরিত্র ও পরিচালকের সঙ্গে আমার মানসিকতার মিল আছে কিনা সেটাই দেখি। এক্ষেত্রে এই সবকটা ব্যাপারই মিলে গেছে,” বললেন তিনি।
ছবির গল্পটা খুব সহজ বলে জানালেন অর্পিতা। তাঁর মতে সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হয়ে ওঠা। তাঁর দাবি, এই ছবিতে সেই সহজ, সরল ব্যাপারটাই রয়েছে।
“ছবিটা যেহেতু বন্ধুত্বের কথা বলে তাই গানগুলো সেই গল্পকে মাথায় রেখেই বানানো। পাঁচটা গান থাকছে ছবিতে। যাঁদের গান শুনে আমরা বড় হয়েছি তাঁদের গান নিয়েই এই ছবির অ্যালবাম। গানগুলো বন্ধুত্বের কথা বলে। কিছু গানে প্রেমের কথাও থাকবে,” জানালেন রণজয়।
ছবির গানগুলি গেয়েছেন সিদ্ধার্থ (সিধু) রায়, অভিজিৎ (পটা) বর্মন, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অন্বেষা দত্ত, লগ্নজিতা চক্রবর্তী, শাওনি মজুমদার ও রণজয় নিজে।
১৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘আবার বছর কুড়ি পরে’।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়