মৈনাকের ছবির শ্যুটিং শেষ করলেন ঋতাভরী
RBN Web Desk: মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি ‘গৃহস্থ’-এর শ্যুটিং শেষ করলেন ঋতাভরী চক্রবর্তী। অরিত্র মুখোপাধ্যায়ের ‘ফাটাফাটি’র পর এই ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাবে ঋতাভরীকে। এ ছবিতে তিনি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, সাহেব ভট্টাচার্য ও কনিনীকা বন্দ্যোপাধ্যায়।
শোনা যাচ্ছে, ‘গৃহস্থ’-এর মাধ্যমে অবারও থ্রিলারে ফিরছেন মৈনাক। এর আগে ‘বর্ণপরিচয়’ ও ‘গোয়েন্দা জুনিয়র’-এর মতো থ্রিলার পরিচালনা করেছিলেন তিনি।
আরও পড়ুন: “আর ভালো লাগছে না”
ঋতাভরী জানিয়েছেন, ‘গৃহস্থ’-এ তাঁর চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। মূলত তাঁকে ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনি। তাঁর দাবি, এরকম চরিত্রে দর্শক তাঁকে আগে কখনও দেখেননি।
কয়েকদিনের মধ্যেই ছবির পোস্টপ্রোডাকশনের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তবে ‘গৃহস্থ’ কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।