সৃজিতের ফেলুদা সিরিজ়ে অন্যতম মুখ্য চরিত্রে ঋষি কৌশিক
RBN Web Desk: সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ় ‘ফেলুদা ফেরত’-এর ‘ছিন্নমস্তার অভিশাপ’ গল্পের অন্যতম মুখ্য চরিত্রে থাকছেন ঋষি কৌশিক। সূত্রের খবর, এই গল্পে বীরেন্দ্র কারান্ডিকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
এর আগে তরুণ মজুমদার ও ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন ঋষি। এছাড়াও একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে।
১৯৭৭ সালে প্রকাশিত ‘ছিন্নমস্তার অভিশাপ’ উপন্যাসটি হাজারিবাগের প্রেক্ষাপটে লেখা। সেখানে বেড়াতে গিয়ে গল্পের মূল চরিত্র ফেলুদা ও তার সঙ্গীরা পরিচিত হন মহেশ চৌধুরী ও তাঁর পরিবারের সঙ্গে। এই বাড়ির মেজছেলে বীরেন্দ্র দীর্ঘদিন ধরে নিখোঁজ। মহেশবাবুর বিভিন্ন হেঁয়ালি ও ধাঁধা অনুসরণ করে বীরেন্দ্রকে খুঁজে বার করে ফেলু। গল্পে সুলতান নামে সার্কাসের একটি বাঘের কথাও রয়েছে যার সঙ্গে সাক্ষাৎ ঘটবে তোপসে ও জটায়ুর।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ফেলুদার গোয়েন্দা কাহিনীর এক অত্যন্ত উল্লেখযোগ্য চরিত্র বীরেন্দ্র। সেই ভূমিকাতেই অভিনয় করতে চলেছেন ঋষি।
জানুয়ারিতে শুরু হবে ‘ফেলুদা ফেরত’-এর শুটিং।