সিঙ্গল মায়েদের লড়াই নিয়ে ‘সেভ দ্য মাদার্স’
RBN Web Desk: কন্যাভ্রূণ হত্যা ও কন্যা সন্তানের অনাদর এবং অবহেলা আজও এ দেশের জাতীয় লজ্জা। বহু সচেতনতামূলক অভিযান, শিক্ষার প্রসার, সাবধানবাণী শুনিয়েও এই প্রসঙ্গে এখনও সমাজের সার্বিক পরিবর্তন সম্ভব হয়নি। এই বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালক শুভেন্দু দাস তাঁর ‘সেভ দ্য মাদার্স’ ছবিটি করছেন। অভিনয়ে রয়েছেন সায়ন ঘোষ, ইন্দ্রানী সাহা, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, পার্থসারথি চক্রবর্তী, স্নেহা বিশ্বাস, সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায় ও মানস দেব।
ছবির ঘটনা পূজা ও রাহুলকে ঘিরে আবর্তিত। তাদের সম্পর্ক পূজার পরিবার মেনে নেয় না। দুজনে পালিয়ে বিয়ে করে অবশেষে রাহুলের বাড়িতে থাকতে শুরু করে। কয়েকমাস পর শুরু হয় সমস্যা। পূজা অন্তঃসত্ত্বা হলে তার ওপর পুত্রসন্তান জন্ম দেওয়ার চাপ আসতে থাকে। বেআইনী লিঙ্গ নির্ধারণ পদ্ধতির দ্বারা জানা যায় পূজা একটি কন্যার জন্ম দিতে চলেছে। মুহূর্তে বদলে যায় বাড়ির পরিবেশ। শিশুটিকে নষ্ট করে দিতে চায় রাহুলের পরিবার। আবারও পালায় পূজা। কিন্তু এবার সে কোথায় যাবে? সমাজের রক্তচক্ষুর সামনে একা কীভাবে মানুষ করবে তার সন্তানকে?
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবি নিয়ে শুভেন্দু জানালেন, “এই ছবিটা এক সিঙ্গল মা ও তার বাচ্চার সুরক্ষা নিয়ে। সমাজ আজও খুব একটা ভালো চোখে এই ব্যাপারগুলো দেখে না। এখনও এই সমস্যাগুলো আমাদের চারপাশেই দেখতে পাই আমরা। তাই ছবির চরিত্রগুলো কাল্পনিক নয়, বাস্তব বলা চলে।”
ছবির শুটিং চলছে। এই বছরেই মুক্তি পাবে ‘সেভ দ্য মাদার্স’।