কাহিনীর কারণেই পরিশ্রম বেশি, দাবি জন ও ইদিকার
RBN Web Desk: কৃষক পরিবার নিয়ে তৈরি নতুন ধারাবাহিক ‘রিমলি’ আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। যে সময় দেশে কৃষক বিদ্রোহ সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই ধারাবাহিকও কৃষকদের প্রাপ্য অধিকার নিয়ে কথা বলবে। সেই অধিকারের সপক্ষে লড়াই করবে এই ধারাবাহিকের মূল চরিত্র রিমলি।
কৃষক পরিবারের মেয়ে রিমলি ছোট থেকে কৃষিজীবী হওয়ার স্বপ্ন দেখে। এই কাজকেই সে পেশা হিসেবে গ্রহণ করতে চায়। কৃষিজীবী মানুষের অধিকার রক্ষায় সে সর্বদা লড়াই করতে প্রস্তুত। এই সময় রিমলির উদয়ের সঙ্গে আলাপ হয়। বিদেশ দেখে কৃষিবিদ্যায় পড়াশোনা করে আসা উদয় কি রিমলির স্বপ্নপূরণের মূল কাণ্ডারী হয়ে উঠবে?
আরও পড়ুন: কবে আসছে দ্বিতীয় সিজ়ন? ইঙ্গিত দিলেন সৃজিত
রিমলি ও উদয়ের চরিত্রে রয়েছেন ইদিকা পাল ও জন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, মল্লিকা মজুমদার, দেবরঞ্জন নাগ ও আরও অনেকে।
“‘রিমলি’র গল্প অন্য সব ধারাবাহিকের থেকে আলাদা। এটা একটি মেয়ের চাষী হয়ে ওঠার গল্প, তার সোনার ফসল ফলানোর গল্প। শুটিংয়ে সেই কারণেই আমাদের নানারকম পরিশ্রমের কাজ করতে হচ্ছে যা একেবারেই সহজ নয়। তবে এই ইউনিটের সকলেই এত ভালো যে সবাই মিলে খুব আনন্দ করে কাজ হচ্ছে। আমাদের এত খাটনি শুধু দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। সকলের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে,” সংবাদমাধ্যমকে জানালেন ইদিকা।
জন জানালেন, “শুটিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো। যদিও আমাদের খুব কঠিন শিডিউলে কাজ করতে হচ্ছে। তবে এখানে পরিচালক, টেকনিশিয়ন, সহঅভিনেতারা এত সাহায্য করছেন যে খুব ভালো লাগছে কাজ করতে।”
আগামীকাল থেকে সন্ধ্যা ৬টায় জি বাংলায় দেখা যাবে ‘রিমলি’।