রোহিত শেট্টির ছবিতে মহাজোট
RBN Web Desk: রোহিত শেট্টির ছবিতে মহাজোট। পরিচালকের ‘সিংহম এগেন’ ছবিতে অভিনয় করতে চলেছেন অজয় দেবগণ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও অক্ষয় কুমার। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘সিংহম’। নামভূমিকায় ছিলেন অজয়। এর তিন বছর পর মুক্তি পায় ‘সিংহম রিটার্নস’। এবার আসছে এই সিরিজ়ের তৃতীয় ছবি।
এরই মাঝে রোহিতের ‘সিম্বা’ ছবির নামভূমিকায় অভিনয় করে সাফল্য পান রণবীর সিংহ। ওদিকে ‘সূর্যবংশী’ ছবিতে ক্যাটরিনা কইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার ‘সিংহম এগেন’-এ দীপিকাকে দেখা যাবে বলে খবর।
আরও পড়ুন: নব্বইয়ের নস্টালজিয়া ফেরালেন শিলাজিৎ, নচিকেতা, অঞ্জন
গতকাল ছবির মহরতে উপস্থিত ছিলেন রোহিত, অজয় ও রণবীর। এই মুহূর্তে অক্ষয় কুমার দেশে নেই। তাই তিনি মহরতে উপস্থিত থাকতে পারেননি।
১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিংহম এগেন’। একই দিনে মুক্তি পাবে বন্দরেড্ডি সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’।