সমাজব্যবস্থার ছবি ঋত্বিকা-টাব্বুর ‘কোথায় তুমি’
RBN Web Desk: দৈনিক বেঁচে থাকার অভ্যেসে সমাজ ভাবতে শিখিয়ে দেয় কোনটা ঠিক আর কোনটা নয়। তবে সমাজের শেখানো সব বুলিই যে সঠিক নয়, তা সময়ের সঙ্গে-সঙ্গে বোঝা যায়। অনুভবে, আবেগে, উপলব্ধিতে এমন অনেক বিশ্বাস উঠে আসে যা হয়তো সমাজ অনুমোদিত নয়। এই চিরাচরিত মানবিক বিষয়ের ওপর ভিত্তি করে আসছে পরিচালক অ্যান্থনি জেনের ছবি ‘কোথায় তুমি’। নাট্যকার জন গ্যালসওয়ার্দির নাটক ‘জাস্টিস’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
কতিপয় আইনের রক্ষকেরা যেমন সাধারণ মানুষের সারল্যের সুযোগ নিয়ে তাদের জীবন ছারখার করে দেয়, তেমনই রাজনৈতিক দলের বহু নেতা মানুষকে শেখায় ভেদাভেদ কিংবা ধর্মের নামে হানাহানি করতে। কিন্তু সত্যিই কি এর বাইরে গিয়ে মানুষ ভাবতে পারে না? পাশাপাশি ঘর বেঁধে দুই ধর্মের মানুষ তো চিরকালই থেকেছে। সমাজ ও লোকলজ্জার ভয় হয়তো সাধারণ মানুষকে বেঁধে রাখে, কিন্তু চাইলে কি মানুষ সেই বাঁধন ছিঁড়তে পারে না?
সৌরভ একজন কেরানি। তার রোজকার একঘেয়ে জীবনে বসন্তের হাওয়া নিয়ে আসে তার বিল্ডিংয়ের একটি মেয়ে। কিন্তু প্রস্ফুটিত হওয়ার আগেই হারিয়ে যায় সেই প্রেম। সমাজের খুব চেনা আরও কিছু গল্প উঠে আসবে ছবিতে।
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
বেশ কিছু চেনা মুখ থাকছেন ছবিতে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ঋত্বিকা সেন ও টাব্বু। এছাড়া বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় ও আয়োশি সিন্থিয়া।
ছবি প্রসঙ্গে অ্যান্থনি জানালেন, “এক নির্মম সমাজব্যবস্থার চিত্র দেখা যাবে ছবিতে। মূল চরিত্রে দুই অভিনেতাই খুব ভালো অভিনয় করেছেন। এটা সম্পূর্ণ ডার্ক একটা ছবি।”
ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেব সেন। গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। গান গেয়েছেন নাকাশ আজিজ ও অন্বেষা।