‘অনুরণন’-এর সিক্যুয়েল করবেন অনিরুদ্ধ রায়চৌধুরী?
RBN Web Desk: ঠিক ১১ বছর আগে মুক্তি পেয়েছিল অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি ‘অনুরণন’। গতকাল ফেসবুকের এক পোস্টে সেই স্মৃতিকে উসকে দিয়েই পরিচালক সিক্যুয়েলের আশা জাগালেন দর্শকের মনে। যদিও কোথাও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলেননি তিনি, তবু সেই পোস্টের কমেন্ট সেকশন থেকে বোঝা যাচ্ছে ছবিটির সিক্যুয়েল নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন তিনি।
ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বসু, রাইমা সেন ও রজত কপূর অভিনীত ‘অনুরণন’ ছিল এক অদ্ভুত সম্পর্কের গল্প। ছবির পরতে-পরেত মিশে ছিল জীবনের টানাপোড়েনের কাহিনি। সেই সময় দর্শকদের তরফ প্রশংসা অর্জন করেছিল এই ছবি।
আরও পড়ুন: ফিরছে অনুমেঘা ও মহাব্রত, এবার সঙ্গে অনির্বাণ
অনেকেরই ধারণা, কোনও সফল ছবির সিক্যুয়েল সেভাবে দাগ কাটে না, তুলনা থেকেই যায়। সেদিক থেকে বিবেচনা করে অনেকেই অনিরুদ্ধকে সিক্যুয়েল না করার অনুরোধ করেছেন। আবার সিক্যুয়েল বানানোর জন্যও অনুরোধও এসেছে প্রচুর। এমনকী অনিরুদ্ধের পরিচালনায় এই সিক্যুয়েলে অভিনয় করতে চেয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মজার ছলে তিনি অনিরুদ্ধকে জিজ্ঞাসা করেছেন, তাঁর জন্য কোনও চরিত্র থাকবে কিনা! উল্লেখ্য সৃজিত নিজেও তাঁর ‘বাইশে শ্রাবণ’ ছবির একটি স্পিন অফ ‘দ্বিতীয় পুরুষ’ পরিচালনা করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ইতিমধ্যেই এই সিরিজ়ের পরবর্তী ছবি ‘দশম অবতার’-এর কাজ শেষ করেছেন তিনি।
‘অনুরণন’-এর সিক্যুয়েলে আগের অভিনেতারাই থাকবনে না নতুন কাস্ট নিয়ে কাজ করবেন, সে বিষয়ে অনিরুদ্ধ কিছুই জানাননি। আপাতত সবকিছু প্রাথমিক স্তরে আছে বলেই ধারণা করা হচ্ছে।