রামায়ণের সূত্র ধরে আবার আসছে সিংহম, মুক্তি পেল ট্রেলার
RBN Web Desk: মুক্তি পেল ‘সিংহম এগেইন’ (Singham Again) ছবির ট্রেলার। পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) সিংহম ফ্র্যাঞ্চাইজ়ির পঞ্চম ছবি এটি। অভিনয়ে রয়েছেন অজয় দেবগন (Ajay Devgn), করিনা কপূর (Kareena Kapoor Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), রণবীর সিং (Ranveer Singh), অক্ষয় কুমার (Akshay Kumar), টাইগার শ্রফ (Tiger Shroff), অর্জুন কপূর (Arjun Kapoor) ও জ্যাকি শ্রফ (Jackie Shroff)।
২০১১ সালে শুরু হওয়া এই কপ ইউনিভার্স সিরিজ়ে এবারের গল্প অনেকটাই রামায়ণকে অনুসরণ করে এগোবে, এমনটা ট্রেলারে স্পষ্ট। যেভাবে রাম তাঁর স্ত্রী সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে লঙ্কায় পাড়ি দিয়েছিলেন সেভাবেই বাজিরাও সিংহমও (অজয়) তার স্ত্রীকে (করিনা) উদ্ধার করতে শ্রীলঙ্কা পাড়ি দেবে। ছবিতে ঘুরেফিরে আসবে রামায়ণের প্রসঙ্গ, ভিএফএক্সে দেখা যাবে পুরাণের দৃশ্য।
আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
তারকাখচিত ছবির বাজেট মোটামুটি ₹৩৫০-৩৭৫ কোটির মধ্যে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। অজয় নিয়েছেন ₹৩৫ কোটি। এই নিয়ে তাঁকে তৃতীয়বার সিংহম সিরিজ়ে মুখ্য ভূমিকায় দেখা যাবে। প্রথম ছবিটি ছাড়া ‘সিংহম রিটার্নস’ (Singham Returns) ছবিতেও ছিলেন তিনি।
করিনা নিয়েছেন ₹১০ কোটি। তিনি এই ছবিতে বাজিরাওয়ের আসল শক্তি অর্থাৎ স্ত্রী অবনী কামাত সিংহমের ভূমিকায় রয়েছেন। অক্ষয় এবং রণবীর নিয়েছেন যথাক্রমে ₹২০ কোটি ও ₹১০ কোটি করে। মূল খলনায়ক অর্জুন নিয়েছেন ₹৬ কোটি। দীপিকা ওরফে ছবির শক্তি শেট্টিও নিয়েছেন ₹৬ কোটি। টাইগার এবং জ্যাকি নিয়েছেন যথাক্রমে ₹৩ কোটি ও ₹২ কোটি।
মুক্তির পর কতদিনে হাজার কোটির ঘরে ঢোকে ছবিটি সেটাই এখন দেখার।
১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।