লন্ডন সেবাশ্রম সংঘের দুর্গাপুজো

লন্ডন : আগামী ৯ থেকে ১২ অক্টোবর লন্ডন সেবাশ্রম সংঘের (London Sevashram Sangha) উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপূজা। আশ্রম পরিচালিত চারদিনের এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অত্যন্ত নিষ্ঠাভরে এখানকার পূজা অনুষ্ঠান সংঘটিত হয়। তাই বহু মানুষের আগ্রহ এই পুজোকে ঘিরে। তাহলে আসুন, একবার দেখে নেওয়া যাক লন্ডন সেবাশ্রম সংঘের এবারের দুর্গাপুজোর চারদিন কবে কখন কী কী অনুষ্ঠান হতে চলেছে :

সারা বছর সেবামূলক কাজে নিয়োজিত এই প্রতিষ্ঠানের ঠিকানা 99a Devonport Road London W12 8PB
আশ্রমের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 0208 743 9048 বা
ই-মেল্ করতে পারেন sevashramvision@hotmail.com-এ

এই প্রতিষ্ঠানকে সাধ্যমত অর্থসাহায্য করতে চাইলে আপনার অনুদান এখানে পাঠাতে পারেন :

 

 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *