‘হত্যাপুরী’ থেকে বাদ পড়লেন অনির্বাণ
RBN Web Desk: ‘হত্যাপুরী’ থেকে বাদ পড়লেন অনির্বাণ ভট্টাচার্য। সত্যজিৎ রায়ের লেখা গল্প থেকে একই নামের ছবি পরিচালনা করতে চলেছেন সন্দীপ রায়। সেই ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্র বিলাস মজুমদারের ভূমিকায় অনির্বাণের অভিনয় করার কথা ছিল।
ছবিতে অভিনেতা বদল কোনও নতুন ঘটনা নয়। ছবির শুরুর আগে হামেশাই এমনটা হয়ে থাকে। তবে ছবির কোনও চরিত্র যদি আগে থেকেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়, তাহলে সেই ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে আলাদা উত্তেজনা থাকে।
আরও পড়ুন: প্রচারে আরেকটু যত্নশীল হওয়া উচিৎ ছিল, মনে করেন শিলাদিত্য
সন্দীপ ‘হত্যাপুরী’ ঘোষণা করার পর বদলে যায় ছবির প্রজোযক। মূলত লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চরিত্রের অভিনেতা নির্বাচন নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে মতানৈক্যের জেরে তারা আর ছবিটি করতে চান না বলে জানিয়েছিলেন। তবে কয়েকদিনের মধ্যেই সন্দীপ অন্য প্রযোজক পেয়ে যান।
সন্দীপের এই ছবিতে ফেলুর ভূমিকায় থাকবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। জটায়ু চরিত্রে থাকছেন অভিজিৎ গুহ। এছাড়াও গল্পের অন্যতম মূল চরিত্র দুর্গাগতি সেনের ভূমিকায় থাকছেন পরান বন্দোপাধ্যায়। গণৎকার লক্ষ্মণ ভট্টাচার্যের ভূমিকায় থাকছেন শুভাশিস মুখোপাধ্যায়।
আরও পড়ুন: অভিনয়টুকুই প্রাপ্তি
শোনা যাচ্ছে, অনির্বাণের পরিবর্তে বিলাস মজুমদার চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। যে প্রযোজকের সঙ্গে সন্দীপ প্রথমে এই ছবি করার কথা ঘোষণা করেছিলেন, সেই সংস্থার সঙ্গে ছবি ও ওয়েব সিরিজ়ে অভিনয়ের ক্ষেত্রে অনির্বাণ চুক্তিবদ্ধ। এমনকি পরিচালক হিসেবে অনির্বাণের প্রথম ছবি ‘বল্লভপুরের রূপকথা’ও প্রযোজনা করছে এই সংস্থা। চুক্তি বাধা হয়ে দাঁড়ানোর কারণে তাই তাঁকে সরে যেতে হলো।
জুন থেকে শুরু হবে ছবির শ্যুটিং। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘হত্যাপুরী’।
ছবি: গার্গী মজুমদার