কঠিন চরিত্র বেছেই নিই: ঋতাভরী
RBN Web Desk: অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন তিনি। বছর দুয়েক আগে অসুস্থতার কারণে ওজন বেড়ে যাওয়ায় নানাভাবে তাঁকে নিয়ে একশ্রেণীর মানুষ ব্যঙ্গ করেছে, কটু কথা বলেছে। তবু নিজের আত্মবিশ্বাসে ভর করে সেই তথাকথিত দুর্বল অবস্থাকেই হাতিয়ার করে বড়পর্দায় ফিরছেন ঋতাভরী চক্রবর্তী। ফ্যাশন জগতে স্থূলতার কোনও জায়গা নেই, এরকম একটা ধারণার বিরুদ্ধে তাঁর আগামী ছবি ‘ফাটাফাটি’। এছাড়াও অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘আপনজন’ ছবিতে এক সিঙ্গল মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।
এত অল্পবয়সে সিঙ্গল মায়ের চরিত্র, অন্যদিকে স্থূল চেহারায় নায়িকা হওয়া, ঋতাভরী কি এমন কঠিন চরিত্র বেছেই নেন?
“অবশ্যই আমি বেছে নিই,” রেডিওবাংলানেট-কে বললেন তিনি। “আমার কাছে তো সবরকম চরিত্রের প্রস্তাব আসে। রাস্তায় নাচানাচি করাও আসে আবার বন্দুক চালানোর মত চরিত্রও আসে। আমার কোনও চরিত্র করতেই আপত্তি নেই যদি সেটা সেনসিবল হয়, আর কাজটার মধ্যে মজা থাকে, চ্যালেঞ্জ থাকে। আমি তো মিউজ়িক ভিডিও করি আবার শর্টসও বানাই।”
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে বসে দার্জিলিং ভ্রমণ
তবে ছবির ব্যাপারটা আলাদা বলে মনে করেন ‘ফাটাফাটি’র নায়িকা। “ছবির ক্ষেত্রে এমন কিছু কাজ করা দরকার যেটা ভবিষ্যতেও থেকে যাবে। যেহেতু আমি দু’জন চিত্রপরিচালকের মেয়ে, তাই ছোটবেলা থেকে দেখেছি একটা ভালো ছবি কীভাবে একজন অভিনেতাকে সারাজীবন প্রভাবিত করে। তাই এমন কিছু কাজ করে যেতে চাই, যেটার জন্য পরবর্তী প্রজন্ম আমাকে মনে রাখবে।”
তাঁর নতুন ছবি নিয়ে খুবই উত্তেজিত ঋতাভরী। “আমি বিশ্বাস করি ভাগ্য আর পরিশ্রম দুই ভাই, কিন্তু পরিশ্রম হলো বড় ভাই। তবে হ্যাঁ, ভালো সুযোগও আসা চাই। আমি এমন কোনও কাজ করব না যেটা আমি আমার দর্শককে দেখাতে পারব না। বিজ্ঞাপনের জন্য নানারকম কাজ করলেও ছবির ক্ষেত্রে আমি বেছেই করি।”
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
অংশুমানের ছবিতে রূপা তাঁর মা শতরূপা সান্যালের মতো বলে মনে করেন ঋতাভরী।
“আমার মায়ের জার্নি যেমন তাঁর দুই মেয়েকে নিয়ে ছিল, এখানে রূপাও একজন সিঙ্গল মাদার। বিষয়টা শুনতে খুব সিরিয়াস মনে হলেও ছবিটা মজার মোড়কে হবে। প্রাসঙ্গিক একটা সমস্যা হলেও একেবারে অন্যরকম একটা মজাদার জার্নির ছবি দেখবেন দর্শক,” বললেন ঋতাভরী।
ছবি: টুইটার