আগে বাংলা ছবি দেখুন, তারপর না হয় ট্রোল করবেন: মিমি চক্রবর্তী

RBN Web Desk: পশ্চিমবঙ্গের দর্শকের একাংশের প্রতি জমিয়ে রাখা ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গতকাল এই বাংলায় মুক্তি পেয়েছে তাঁর ও শাকিব খান (Shakib Khan) অভিনীত ছবি ‘তুফান’ (Toofan)। সেই উপলক্ষে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিমি ও শাকিব।

বাংলাদেশে মুক্তি পেয়ে তৃতীয় সপ্তাহেও তার সাফল্যের গতি অব্যাহত রেখেছে ‘তুফান’। কিন্তু এই বাংলায় কেমন চলবে ছবিটি, এই প্রশ্নের উত্তরে মিমি বললেন, “আশা করব মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখবেন। এই প্রসঙ্গে বলি,  এমন অনেকেই আছেন যাঁরা এসে বলেন তাঁরা আমার সঙ্গে একটা ছবি তুলতে চান, তবে তারা বাংলা ছবি দেখেন না। এমন কেন হবে?” 

তবে মিমি ধন্যবাদ দেন সেইসব দর্শককে যাঁরা এই বাংলায় ‘তুফান’-এর জন্য অপেক্ষায় আছেন। ছবির গানে রিলও বানিয়েছেন অনেকে। তাঁদেরও ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই

‘তুফান’ নিয়ে নিজের প্রত্যাশা প্রসঙ্গে মিমি বলেন, “মনিদাকে (নির্মাতা মহেন্দ্র সোনি) আমি ধন্যবাদ দিতে চাই, কারণ এই ছবিটার জন্য আমাকে বুঝিয়ে রাজি না করালে এরকম একটা অভিজ্ঞতা থেকে আমি বঞ্চিত হতাম। আমি তো পরীক্ষা দিয়ে দিয়েছি। যা-যা করার ছিল করেছি। শাকিবের সঙ্গে এবং অন্য সকলের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। এবার দর্শক বলবেন কেমন হয়েছে।” 

তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের বিরুদ্ধে এদিন কড়া জবাব দেন মিমি। “আমরা কেউ কোনও সাক্ষাৎকারে বাংলার মাঝে যদি দুটো হিন্দি বা ইংরিজি শব্দ ব্যবহার করি, সঙ্গে-সঙ্গে তার নিচে লেখা হয়, বাংলা ছবির নায়িকা ঠিক করে বাংলাও বলতে জানে না। অথচ এরা কেউ কিন্তু বাংলা ছবি রিলিজ় করলে দেখতে যান না। আমার একটাই কথা, আগে বাংলা ছবি দেখুন, তারপর না হয় সমালোচনা করবেন,” স্পষ্ট ভাষায় বললেন মিমি।

ছবি: স্বাতী চট্টোপাধ্যয়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *