রবি ঘোষের চরিত্রে কাজ করা বেশ কঠিন ছিল: রুদ্রনীল
RBN Web Desk: রবি ঘোষের চরিত্রে অভিনয় করা তাঁর পক্ষে বেশ কঠিন ছিল, বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এ রবি ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল। এই ছবিতে যুবা বয়সের সৌমিত্রের চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।
রেডিওবাংলানেট-কে রুদ্রনীল জানালেন, “২০২০ সালে সৌমিত্রকাকুর চলে যাওয়াটা গোটা ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট ধাক্কা ছিল। ওঁর সঙ্গে একটা ওয়েব সিরিজ় নিয়ে আমার কথাবার্তা হয়েছিল। এমন একটা চরিত্রে ওঁর অভিনয় করার কথা ছিল যেটা উনি কখনও করেননি। কাজটা নিয়ে খুব আগ্রহ ছিল ওঁর। একটা শ্যুটিংয়ের কাজে আমাকে লন্ডন যেতে হলো। উনি বললেন, তুই ফিরে আয় তারপর এটা নিয়ে বসব। গত বছর জানুয়ারিতে আমাদের বসার কথা ছিল। সে তো আর হলো না।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
কীভাবে রূপ দিলেন তিনি এই চরিত্রে?
“আমি রবি ঘোষকে সামনে থেকে দেখিনি,” বললেন রুদ্রনীল। “তাই কাজটা কঠিন ছিল। আমরা সকলেই অজস্র ছবিতে তাঁকে দেখলেও, সেটা তাঁর অভিনেতা সত্বা। সেখানে আমরা আসল মানুষটাকে দেখতে পাই না। তাই ওঁর সমসাময়িক অভিনেতা ও পরিচিতদের সঙ্গে কথা বলে বুঝতে চেয়েছি মানুষটা কেমন ছিলেন। এছাড়া রবি ঘোষের কিছু সাক্ষাৎকার দেখেছি। সেগুলো থেকে তিনি কীভাবে কথা বলতেন বা তাঁর চিন্তাভাবনা কেমন ছিল, সেটা বুঝতে সুবিধা হয়েছিল,” জানালেন রুদ্রনীল।
আজ মুক্তি পাচ্ছে ‘অভিযান’।