তেলুগু ছবিতে মধুমিতা
RBN Web Desk: তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন মধুমিতা সরকার। সম্প্রতি ‘ওকে ওকা আসা’ ছবির শ্যুটিং শেষ করেছেন এই বাঙালি অভিনেত্রী। বহু বাঙালি অভিনেতা ও অভিনেত্রী আজকাল বাংলার বাইরে নিয়মিত কাজ করছেন। সেই পথেই পা বাড়ালেন মধুমিতা।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে। তবে একাধিক কারণে পিছিয়ে যায় শ্যুটিং।
আরও পড়ুন: পরমব্রতর পরিচালনায় ঋত্বিক?
বহু বছর টেলিভিশনে চুটিয়ে কাজ করেছেন মধুমিতা। ‘কেয়ার করি না’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘মেঘবালিকা’ ও ‘কুসুমদোলা’র মতো ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘চিনি’, ‘কুলের আচার’, ‘দিলখুশ’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘চিনি ২’।
সংবাদমাধ্যমকে মধুমিতা জানিয়েছেন, তেলুগু ছবিটিতে তাঁর অভিনীত চরিত্রটিতে অনেকগুলো স্তর রয়েছে।
শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘ওকে ওকা আসা’।