₹৫৫০ কোটি পেরিয়েও দৌড় অব্যাহত

RBN Web Desk: ₹৫৫০ কোটি পেরিয়েও দৌড়চ্ছে ‘স্ত্রী ২’ (Stree 2)। ১৫ আগস্ট মুক্তি পায় অমর কৌশিক (Amar Kaushik) পরিচালিত ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor), রাজকুমার রাও (Rajkummar Rao), অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পঙ্কজ ত্রিপাঠী।

বক্স অফিস সংগ্রহে ‘স্ত্রী ২’ ইতিমধ্যেই ‘দঙ্গল’ ও ‘গদর ২’কে পেছনে ফেলে দিয়েছে। সামনে রয়েছে ‘পাঠান’ (₹৫৪৩ কোটি) ও ‘জওয়ান’ (₹৬৪০ কোটি)। সেই লক্ষ্যমাত্রাও ‘স্ত্রী ২’ ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশ্বজুড়ে ব্যবসার হিসেবে ₹৬০০ কোটি পেরিয়ে গেছে ‘স্ত্রী ২’।

আরও পড়ুন: প্রতিবাদী চরিত্রে পাওলি

অথচ ‘স্ত্রী ২’-এ নেই কোনও হেভিওয়েট তারকা। তাহলে ছবিটি এতবড় হিট কীভাবে হলো? বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন, ছবি মুক্তির সময়টা ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন নির্মাতারা। ১৫ আগস্টের ছুটির মরশুমে অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। অতিপ্রাকৃত বিষয়ের সঙ্গে কমেডি দারুণভাবে মিশিয়েছেন ছবিটির লেখক নীরেন ভট্ট। সঙ্গে রয়েছে রাজকুমার-অভিষেক-পঙ্কজের দুর্দান্ত রসায়ন। তাই বক্স অফিসে বাজিমাৎ করেছে ‘স্ত্রী ২’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *