প্রেমে-অপ্রেমে জুটি বাঁধছেন ঋতুপর্ণা ও ইন্দ্রনীল

RBN Web Desk: ইন্দ্রাশিস আচার্যের ‘পার্সেল’-এর পর ফের নতুন রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইন্দ্রাশিসের নতুন ছবি ‘গুডবাই মাউন্টেন’-এ ঋতুপর্ণার সঙ্গে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। প্রেম ও অপ্রেমের এক নতুন গল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা অর্জন করেছে তাঁর আরেকটি নতুন ছবি ‘নীহারিকা’। ঋতুপর্ণা ও ইন্দ্রনীলের ‘গুডবাই মাউন্টেন’-এর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, অনন্যা সেনগুপ্ত, জয়শ্রী মিমি অধিকারী, অরুণিমা পাল, শোভন সরকার।

ছবির গল্প কী নিয়ে?

কেরলের এক পাহাড়ঘেরা বাংলো। সেখানে বাস করে অর্জুন (ইন্দ্রনীল)। ঋতুপর্ণা অভিনীত চরিত্রটিরও বাস এখানেই। নিজেদের ইচ্ছায় এরকম নির্জন বাংলোয় থাকেন এই দুজন। কিন্তু এছাড়া আরও অনেকেই এখানে আসেন, থাকেন। তারা কারা? কেনই বা আসেন এই কুয়াশাঘেরা, নির্জন, নিস্তব্ধ জায়গায়? শুধুই কি ছুটি কাটাতে নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনও রহস্য?

আরও পড়ুন: খিলজির নোটবই রহস্যে আরিয়ান-দেবলীনা

ইন্দ্রাশিসের কথায়, এটি কোনওভাবেই থ্রিলার নয়। “বহুদিন ধরেই একটি বন্ধনহীন প্রেমের গল্প বলার ইচ্ছে ছিল। অবশেষে কেরলের লোকেশন দেখার পর ঠিক করি, পাহাড়ের ওপর এক নির্জন বাংলোয় থাকা দুজন মানুষের গল্প বলব। সহজ, স্বাভাবিক অথচ এক গভীর গল্প যা অস্বাভাবিক হয়ে উঠবে নিজগুণে,” জানালেন ইন্দ্রাশিস।

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন রণজয় ভট্টাচার্য। গান লিখেছেন ইন্দ্রাশিস ও রণজয়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত কেরলের বিভিন্ন অঞ্চলে চলবে ছবির শুটিং। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *