খিলজির নোটবই রহস্যে আরিয়ান-দেবলীনা
RBN Web Desk: খিলজি বংশের সুলতান আলাউদ্দিন খিলজির কথা সকলেই পড়েছে ইতিহাসের বইয়ে। কীভাবে জালালউদ্দিন খিলজিকে সরিয়ে তিনি সুলতানের শিরোপা অর্জন করেছিলেন সেই ইতিহাস যুগ-যুগ ধরে লোকমুখে ফেরে। তবু হঠাৎ যদি শোনা যায়, এই আলাউদ্দিন খিলজি তাঁর মৃত্যুর পাঁচ বছর আগে থেকে একটি নোটবুকে লিখতে শুরু করেছিলেন! সেই নোটবুকে এমন কিছু লেখা আছে যা নিয়ে ঘনীভূত হয় রহস্য। সেই রহস্যই এবার খোলসা করতে চলেছেন সৌমাভ বন্দ্যোপাধ্যায় তাঁর ‘আলাউদ্দিনের নোটবুক’ সিরিজ়ে।
যদি কলমের সাহায্যে মানুষকে হত্যা করার মতো কোনও ক্ষমতা দেওয়া হয় তাহলে কী হতে পারে? এই কাল্পনিক গল্পের কেন্দ্রীয় চরিত্র আরভ। সে হঠাৎই একদিন হাতে পেয়ে যায় আলাউদ্দিন খিলজির লেখা সেই নোটবুক। পড়া শুরু করে আরভ জানতে পারে নোটবইয়ে লেখা বেশ কিছু নিয়ম বাস্তবে ফলে যায়। এমনকি ওই নোটবইয়ে কারও নাম লেখা থাকলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু অবধারিত। খিলজির নোটবই নিয়ে আরভ পরীক্ষা-নিরীক্ষা করার সময় বেশ কয়েকজন অপরাধীর মৃত্যু হয়। ঘটনাগুলি কর্তৃপক্ষের নজরে আসে। রহস্যের মীমাংসা করতে এক বেসরকারী গোয়েন্দাকে নিয়োগ করা হয়।
আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক
ছবির মুখ্য চরিত্র আরভের ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিককে। গোয়েন্দার চরিত্রে থাকছেন দেবলীনা দত্ত। অন্যান্য ভূমিকায় থাকছেন জ্যামি বন্দ্যোপাধ্যায়, সুদীপা বসু ও জিনা তরফদার। ‘ডেথ নোট’ নামক একটি জাপানি অ্যনিমেশন থেকে অনুপ্রাণিত ‘আলাউদ্দিনের নোটবুক’।
সিরিজ মুক্তির দিন এখনও জানা যায়নি। তবে প্রযোজনা সংস্থা সূত্রের খবর, শীঘ্রই দর্শকের সামনে আসতে চলেছে ‘আলাউদ্দিনের নোটবুক’।