ফেলু-ব্যোমকেশের পর এবার কি হোমসের ছড়াছড়ি?

RBN Web Desk: ফেলু-ব্যোমকেশের পর এবার শার্লক হোমসের ছড়াছড়ি। নানা সূত্রে পাওয়া খবর বলছে, আর কিছুদিনের মধ্যেই ব্রিটিশ গোয়েন্দার দাপট আছড়ে পড়তে চলেছে বাংলা বিনোদন দুনিয়ায়। আর্থার কোনান ডয়েল শার্লক হোমসের সৃষ্টি করেন ১৮৮৭ সালে। তুখোড় মেধাসম্পন্ন খামখেয়ালী এই গোয়েন্দা চরিত্রকে অবলম্বন করে পরবর্তীকালে বাংলা সাহিত্যে এসেছে নানা শখের গোয়েন্দা, প্রাইভেট ডিটেকিটভ এবং রহস্য অনুসন্ধানী। যার মধ্যে পরশুরাম সৃষ্ট সরলাক্ষ হোম অন্যতম।

যদিও বাংলা সাহিত্যে গোয়েন্দা হিসেবে সরলাক্ষ তেমন উল্লেখযোগ্য নয়, তবু সেই চরিত্রের নাম নিয়েই পরিচালক সায়ন্তন ঘোষাল তৈরি করেছেন তাঁর ছবি ‘সরলাক্ষ হোমস’। নামটি পরশুরামের লেখা থেকে নেওয়া হলেও, কনান ডয়েলের ‘হাউন্ড অফ বাস্কারভিলস’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। শার্লক বা সরলাক্ষর ভূমিকায় থাকবেন ঋষভ বসু। ডঃ জন ওয়াটসনের ছায়ায় তৈরি চরিত্র আর্য সেনের ভূমিকায় থাকবেন অর্ণ মুখোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে বিভিন্ন ভূমিকায় থাকবেন গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, রাজনন্দিনী পাল, কাঞ্চন মল্লিক ও শতাফ ফিগার। ছবিটি তৈরি হয়েছে লন্ডনের প্রেক্ষাপটেই।

আরও পড়ুন: অধিক সন্ন্যাসীতে হারিয়ে গেল অনেক দক্ষ অভিনেতার কাজও

এর আগে, ১৯৫১ সালে ‘হাউন্ড অফ বাস্কারভিলস’ অবলম্বনে বাংলায় ‘জিঘাংসা’ ছবিটি মুক্তি পায়। একই কাহিনি অবলম্বনে ১৯৬২ সালে হিন্দিতে মুক্তি পায় ‘বিস সাল বাদ’। দুটি ছবিই তুমুল সফল হয়। তবে এই দুটি ছবির কোনওটিতেই সরাসরি শার্লক হোমসের চরিত্রটি ছিল না। সেই দিক দিয়ে দেখতে গেলে, বাংলা ছবিতে শার্লকের আদলে কোনও চরিত্রের আবির্ভাব হতে চলেছে সায়ন্তনের হাত ধরেই। 



এ তো গেল সিনেমার শার্লককথা। এবার আসা যাক ওয়েব সিরিজ়ের শার্লকের প্রসঙ্গে। এটি অবশ্য তৈরি হচ্ছে সর্বভারতীয় দর্শকের কথা ভেবে। হিন্দিতে এই সিরিজ়টি নির্মাণ করছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রতি পর্বে এখানে একটি করে হোমসের কাহিনি থাকবে। এই সিরিজ়ের হোমস একটু বয়স্ক। অভিনয়ে থাকছেন কেকে মেনন, সিরিজ়ে তাঁর চরিত্রের নাম শেখর হোম। ডঃ ওয়াটসন ওরফে অত্রি সেনের ভূমিকায় দেখা যাবে রণবীর শোরেকে। শার্লকের দাদা মাইক্রফট হোমসের ভূমিকায় থাকবেন কৌশিক সেন। মিসেস হাডসনের চরিত্রে রয়েছেন ঊষা উত্থুপ। ইন্সপেক্টর লেস্ট্রেডের ভূমিকায় থাকবেন রুদ্রনীল ঘোষ। তবে শার্লকের চিরপ্রতিদ্বন্দ্বী প্রফেসর মরিয়র্টির চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

এই সিরিজ়টির কাহিনি মূল হোমস থেকে নেওয়া হলেও তাকে ভারতীয় ধাঁচে রূপ দিয়েছেন সৃজিত। শেখর এবং অত্রির নামেও থাকছে বাঙালিয়ানার আভাস। শ্যুটিং হয়েছে কলকাতা ও বোলপুরে। আগামী বছর কোনও সর্বভারতীয় ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে শেখর হোমের কীর্তিকলাপ। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *