আইসক্রিম খেতে গিয়ে নাজেহাল হলেন ঐন্দ্রিলা সেন
RBN Web Desk: আইসক্রিমের প্রতি তাঁর ভালোবাসা কোনওদিনই লুকোননি টেলিতারকা ঐন্দ্রিলা সেন । বর্তমানে ফাগুন বউ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র মহুলের ভূমিকায় অভিনয় করছেন ঐন্দ্রিলা।
সম্প্রতি বাংলা ছবির প্রতিষ্ঠিত নায়ক অঙ্কুশ হাজরার সঙ্গে দুবাইতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঐন্দ্রিলা। সেই ফাঁকে শহরে রাস্তার ধারে এক দোকান থেকে আইসক্রিম কিনে খান তিনি। কিন্তু সেই আইসক্রিম খাওয়ার আগে দোকানদারের হাতের খেলায় খানিক নাজেহাল হতে হল ঐন্দ্রিলাকে। পাশেই দাঁড়িয়ে ছিলেন অঙ্কুশ ও আরও অনেকে। ঐন্দ্রিলার অবস্থা দেখে হাসির রোল উঠল সবার মধ্যে। হেসে উঠলেন নায়িকা নিজেও।
খেল দিখা সকোগে না?
এই গোটা ভিডিয়োটা ঐন্দ্রিলা শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়ায়।
টিআরপি’র নিরিখে কিন্তু গত সপ্তাহে একটু পিছিয়ে পড়েছে ফাগুন বউ। তবে ঐন্দ্রিলা, বিক্রম চট্টোপাধ্যায়, সোলাঙ্কি রায়, শঙ্কর চক্রবর্তী অভিনীত এই ধারাবাহিকটি এখনও যথেষ্ট জনপ্রিয়।