বৃদ্ধাবাসে মুখোমুখি অমিত ও লাবণ্য, মুক্তি পেল ছবির ট্রেলার
RBN Web Desk: জিৎ চক্রবর্তী পরিচালিত মমতা শংকর ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘শেষের গল্প’ ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’র রেশ থেকে তৈরি। উপন্যাসের শেষ ভাগে “হে বন্ধু বিদায়” বলে যেখানে বিচ্ছেদ ঘটে অমিত ও লাবণ্যর, তার অনেক বছর পরে প্রৌঢ় অমিতের বৃদ্ধাবাস ‘বুড়োবুড়িদের মেস’-এ থাকতে আসেন অক্সফোর্ডের প্রাক্তন অধ্যাপিকা লাবণ্য দত্ত। ‘শেষের গল্প’র শুরু সেইখানেই। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।
সৌমিত্র ও মমতা শংকর ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, কল্যান চট্টোপাধ্যায়, দুর্গা সাঁতরা ও অর্ণ মুখোপাধ্যায়। ছবিতে কুহু ও আকাশের চরিত্রে দেখা যাবে দুর্গা ও অর্ণকে।
রবীন্দ্রনাথের নাটক মঞ্চে আনছেন অঞ্জন
সংবাদমাধ্যমকে অর্ণ জানালেন, “অমিত ও লাবণ্যর প্রেম যেভাবে ঘটেছিল, ‘শেষের গল্প’-এ তার সঙ্গে সমান্তরালভাবে চলে আকাশ ও কুহুর চরিত্রটা। ছবিটা দেখলে বোঝা যাবে কীভাবে অমিত ও লাবণ্যর এই বহুদিন পরে দেখা হওয়ার সঙ্গে আকাশ ও কুহুর চরিত্রের সম্পর্ক স্থাপন হয়। এত বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করা অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে আমাকে।”
তবে শুরুতে ভয় লাগলেও কিংবদন্তী অভিনেতাদের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে বলে জানালেন অর্ণ।
শব্দ যখন ছবি আঁকে
রাজীব চক্রবর্তীর কথায় ‘শেষের গল্প’র সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, রুপঙ্কর বাগচী, কৌশিকি চক্রবর্তী, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র ও সোমলতা আচার্য।
১৯ জুলাই মুক্তি পেতে চলেছে ‘শেষের গল্প’।