বিনোদনের আড়ালে কি কৃষকদের জাগরণের কাহিনী?
RBN Web Desk: দেশে নতুন কৃষি আইনের বিরুদ্ধে যখন কৃষকদের একাংশ বিক্ষোভে মুখর, ঠিক তখনই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে তাদের ঘুরে দাঁড়ানোর গল্প। এক কৃষক পরিবারের মেয়ে রিমলি। বাবা, কাকাদের সারাজীবন মাঠেঘাটে চাষ করতে দেখে তারও কৃষিজীবী হওয়ার ইচ্ছা হয়। গর্বের সঙ্গে সে এই পেশাকে আপন করে নিতে চায়। কৃষক সমাজের মূল ভিতকে আরও শক্ত করতে প্রস্তুত রিমলি নামের এই একরত্তি মেয়েটি। শুধুমাত্র চাষাআবাদ নয়, কৃষিজীবী মানুষের দিনবদলের জন্য তাদের প্রাপ্য অধিকারের দাবিতে সে সর্বদা লড়াই করতে রাজি।
ভাগ্যের চাকা ঘুরে গিয়ে রিমলির উদয়ের সঙ্গে আলাপ হয়। বিদেশ থেকে কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করে দেশে ফিরেছে উদয়। তাহলে কি উদয়ই সেই ব্যক্তি যে রিমলিকে তার স্বপ্নপূরণ করতে সাহায্য করবে?
টেলিভিশনে আসতে চলেছে এক কৃষিজীবী মেয়ের স্বপ্নপূরণের গল্প ‘রিমলি’। নামভূমিকায় অভিনয় করছেন ইদিকা পাল। উদয়ের চরিত্রে রয়েছেন জন ভট্টাচার্য। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, মল্লিকা মজুমদার, দেবরঞ্জন নাগ ও আরও অনেক।
আরও পড়ুন: এবার বাঙালি গ্যাংলর্ডের উত্থানের কাহিনী নিয়ে আসছেন রিঙ্গো
বর্তমানে করোনা অতিমারী মানুষকে চিরাচরিত জীবিকার বিকল্প ভাবতে শিখিয়েছে। অনেকেই স্বাধীনভাবে ছোট ব্যবসা শুরু করেছেন। সেরকমই এক পরিস্থিতিতে গৃহকেন্দ্রিক কৃষিনির্ভরশীলতার এই গল্প যেন অনেকটাই বাস্তবের প্রতিচ্ছবি।
১৫ ফেব্রুয়ারি থেকে জ়ি বাংলায় দেখা যাবে ‘রিমলি’।