আসছে সহস্র এক রজনীর গল্প
RBN Web Desk: পারস্যের রাজা শাহরিয়ার তার বেগমের বিশ্বাসঘাতকতায় বিশ্বাস করতে শুরু করেন যে মেয়ে মানেই খারাপ। এই ধারণা বদ্ধমূল আকার নেয় এবং রাজা প্রতিদিন বিয়ে করে পরদিনই তাঁর বেগমকে হত্যা করতে শুরু করেন। শাহরিয়ারের এই হত্যালীলা বন্ধ করতে এগিয়ে আসে উজির কন্যা শাহরজাদী। রাজাকে সে বিয়ের রাতে জানায়, তার বোন কোনও গল্প না শুনে ঘুমোতে পারে না। মৃত্যুর আগে তাই শেষবারের মত সে তার বোনকে গল্প শোনাতে চায়। অনুমতি দেন রাজা। নিজেও রাত জেগে শুনতে থাকেন সেই গল্প।
এরপরের কথা সবারই জানা। শাহরজাদীর গল্প শেষ হয় না আর রাজাও তাকে মারতে পারেন না। এভাবেই সহস্র রাত্রি চলতে থাকে গল্প বলা।
খেল দিখা সকোগে না?
আরব্য রজনীর বিভিন্ন গল্প নিয়ে নানান ভাষার তৈরি হয়েছে ছবি, থিয়েটার, টেলিভিশন ধারাবাহিক। এবার সেই সহস্র এক রজনীর গল্প থেকেই কয়েকটিকে বেছে নিয়ে আরব্য রজনী আসছে ছোট পর্দায়। প্রথম তিনটি গল্পের মধ্যে থাকছে আলাদিন, আলিবাবা ও চল্লিশ চোর, ও সিন্দবাদ। পরে আরও গল্প যোগ করা হবে।
যে মৃত্যু আজও রহস্য
চ্যানেল সূত্রের খবর, কিছু পরিবর্তন করা হবে গল্পে। যেমন আলিবাবার গল্পে থাকছে কথা বলা গুহা। এছাড়াও জাদুময় আবহ তৈরি করার পেছনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে মূল গল্পে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। শুধু কিছু নাটকীয় মূহর্ত যোগ করা হবে, সূত্রের দাবী।
শাহরিয়ারের চরিত্র অভিনয় করছেন গৌরব মণ্ডল ও শাহরজাদীর ভূমিকায় দেখা যাবে জেসমিন রায়-কে। শীঘ্রই শুরু হবে এই ধারাবাহিকের শ্যুটিং।