রামগোপাল ভার্মার দুটি ছবিতে নয়না
RBN Web Desk: রামগোপাল ভার্মার দুটি ছবিতে অভিনয় করতে চলেছেন নয়না গঙ্গোপাধ্যায়। এর আগে রামগোপাল পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘মেরি বেটি সানি লিওন বননা চাহতি হ্যায়’তে অভিনয় করেছিলেন নয়না। এবার পরিচালকের একজোড়া ছবিতে অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবির জগতে পা রাখছেন অভিনেত্রী।
শুটিংয়ের অবসরে মুম্বই থেকে নয়না রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি রামগোপাল স্যারের সঙ্গে অনেকগুলো কাজ করেছি। কিছুদিন আগেই ‘ডি কোম্পানি’র শুটিং শেষ হলো। যেখানে আমি দাউদ ইব্রাহিমের বান্ধবীর চরিত্রে অভিনয় করেছি। এইমুহূর্তে গোয়ার সমুদ্রসৈকতে চলছে আরও একটি ছবির গানের শুটিং চলছে। ‘ডেঞ্জারাস’ নামক এই ছবিটি সমকামী দুটি মেয়ের সম্পর্কের গল্প।”
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
দুটি ছবিরই মুখ্য চরিত্রে রয়েছেন নয়না। “রামগোপাল স্যার দাউদের বান্ধবীর চরিত্রে অভিনয় করার জন্য একদম নতুন, নিষ্পাপ একটি মুখের সন্ধান করছিলেন। লুক টেস্ট দেওয়ার সময় আমি চরিত্রটা বুঝে আমার মতো করে অভিনয় করেছিলাম। আমার লুক দেখার পর ওনার মনে হয় যে দাউদের মতো একটি ব্যক্তিত্ব যাঁর নামে মুম্বই কাঁপে, তার সঙ্গিনী তো একেবারে নিপাট সাদাসিধে হতে পারে না। নিষ্পাপ হলেও তাকে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে হবে,” বললেন নয়না।
দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘চরিত্রহীন’ সিরিজ়ে কিরণময়ীর চরিত্রে অভিনয় করে বাঙালি দর্শকের মন জয় করে নয়না দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন। তাঁর মতে, “কলকাতা আমার খুব কাছের আর মুম্বই কাজের। মুম্বইয়ে থাকতে গেলে, কাজ করতে গেলে আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত হতে হয়। সেখানে থাকতে-থাকতে আমি নিজেকে সেইভাবে তৈরি করেছি।”
তেলুগু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীকালে ‘রঙ্গীলা’, ‘সত্য’, ‘দিল সে..’ ‘সরকার’-এর মতো ছবি উপহার দিয়েছেন। তাঁর হাত ধরে এর আগেও বহু অভিনেতার হিন্দি ছবিতে হাতেখড়ি হয়েছে।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ডি কোম্পানি’র টিজ়ার।