নিরাপদ বিষয় বাছেন না ইন্দ্রদীপ, বললেন ঋদ্ধি
RBN Web Desk: কোনও নিরাপদ বিষয় নিয়ে ছবি করা পছন্দ করেন না পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, বললেন অভিনেতা ঋদ্ধি সেন। সম্প্রতি মুক্তি পেয়ছে ইন্দ্রদীপের ছবি ‘বিসমিল্লাহ’। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এর আগে কৌশিক পরিচালিত ‘নগর কীর্তন’ ছবিতে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধি। সেই ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। তবে ‘বিসমিল্লাহর’র চরিত্রটি সাধারণের চেয়ে একেবারেই আলাদা বলে মনে করেন ঋদ্ধি।
“আমার কাছে বিসমিল্লাহ চরিত্রটা বেশ কঠিন ছিল,” ছবির প্রিমিয়রে রেডিওবাংলানেট-কে জানালেন ঋদ্ধি। “সানাই ও বাঁশি, এই দুটো যন্ত্র বাজানোর অভিনয় করার সময় যে শরীরী ভাষাটা প্রয়োজন, সেটা আমাকে রপ্ত করতে হয়েছিল। শারীরিক অভিনয়ের বেশ কিছু কঠিন ব্যাপার আছে ছবিতে, যেগুলো আমার স্বাভাবিক অভিনয়ে কখনও করতে হয়নি। সেগুলোর জন্য অনেকটা পরিশ্রম করতে হয়েছে। আর গল্পের ক্ষেত্রে ‘বিসমিল্লাহ’ নিঃসন্দেহে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটা বিশেষ দিককে ফুটিয়ে তুলবে। যেটা আমরা জানলেও ইদানিং হয়তো মনে রাখি না।”
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
ছবিতে এক সানাইবাদকের চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি। সানাই নিয়ে এর আগে তাঁর কোনও ধারণা ছিল না বলে জানালেন তিনি। “দম নেওয়া বা ছাড়া, এগুলো কিছুই জানতাম না। এটা বলছি না যে আমি এখন সানাই বাজাতে পারব। তবে শিখতে না পারলেও অনেকগুলো ট্র্যাকের সঙ্গে বাজাবার জন্য যে শরীরী ভাষাটা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়, সেটা শিখতে হয়েছে।”
ইন্দ্রদীপের ছবিতে কাজ করার অভিজ্ঞতা একেবারেই আলাদা বলে জানালেন ঋদ্ধি। “উনি এমন একটা বিষয় ভাববেন যেটা পর্দায় দেখানো সহজ নয়। সেফ সাবজেক্ট বলতে যা বোঝায়, ইন্দ্রদীপদা তাই নিয়ে ছবি করেন না। সেটে তিনি অভিনেতাদের যথেষ্ট স্বাধীনতা দেন। তবে উনি কী চাইছেন সেটাও খুব ভালোভাবে বুঝিয়ে দেন,” বললেন ঋদ্ধি।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
বড়পর্দা ও সিরিজ় মিলিয়ে এখনও পর্যন্ত ঋদ্ধি যে সমস্ত কাজ করেছেন তার অধিকাংশ ক্ষেত্রেই বিপরীতে তিনি পেয়েছেন অভিনেত্রী ও বান্ধবী সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। সেটার কোনও বিশেষ কারণ আছে কি?
“পরিচালকরা আমাদের একসঙ্গে কাস্ট করছেন তাই আমরা আছি। এর বাইরে তারাও আর কিছু ভাবছেন না তো। অভিনয়ের সময় বিপরীতে আর কেউ থাকলেও আমার কোনও সমস্যা নেই। কিন্তু পরিচালকদেরও তো ভাবতে হবে,” হেসে বললেন ঋদ্ধি।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়