‘পুষ্পা’র দ্বিতীয় ভাগ বাংলায়?
RBN Web Desk: বেশিদিন আগের কথা নয়। ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত দক্ষিণী অ্যাকশন ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও জগদীশ প্রতাপ ভান্ডারী অভিনীত ছবিটি। সেই ছবিরই দ্বিতীয় ভাগের শুটিং শুরু হলো আজ। ফ্লোরে পুজো দিয়েই এই ছবির শুটিং শুরু করে দিলেন কলাকুশলীরা।
প্রোডাকশন সূত্রের খবর, ‘পুষ্পা’র দ্বিতীয় ভাগের একটা বড় অংশের শুটিং হতে পারে বাংলায়। শুধু তাই নয়, কাহিনীতেও উঠে আসবে বাংলা। তবে ঠিক কীভাবে বাংলাকে দেখানো হবে তা এখনও স্থির হয়নি। শোনা যাচ্ছে, বিরোধী স্মাগলারদের সঙ্গে বন্দুকের লড়াইতে মাতবে পুষ্পা। সেই দৃশ্যের শুটিং হবে বাঁকুড়ার খাতড়ায়।
আরও পড়ুন: মেরি-গো-রাউন্ডে ফেলুদা, বিভ্রান্ত দর্শক
আগামী বছর শুরুর দিকে দলবল নিয়ে বাংলায় আসবেন সুকুমার। ছবি ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শককে। অর্জুনকে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে এই ছবিতে।